নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ বললেন, তিনি যাঁদের নেতৃত্বে খেলেছেন, তাঁদের মধ্যে সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর রয়েছেন এম এস ধোনি ও বিরাট কোহলি।
একজন প্রকৃত অধিনায়কের দক্ষতা সম্পর্কে বলতে গিয়ে সহবাগ বলেছেন, দলের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারাটাই সবচেয়ে বড় দক্ষতা। ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারির ঘটনার পর যেভাবে সৌরভ দলটা গড়েছিলেন, সেটাই তাঁর নেতৃত্বের গুণাবলীর প্রকৃত প্রতিফলন।


বীরু বলেছেন, নেতৃত্বদানের এই প্রতিভা ভারতীয় ক্রিকেট দলে খুব কম লোকেরই রয়েছে। সৌরভ সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম।ম্যাচ-ফিক্সিং বিতর্কের পর সৌরভ দারুণ একটা দল গড়েছিলেন। ওই দলটা একের পর এক ম্যাচ জিতেছিল।
ধোনি ও কোহলির নেতৃত্বে খেলার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সহবাগ বলেছেন, তিনি সৌরভকে সেরা অধিনায়ক মনে করেন। এরপর রয়েছেন ধোনি ও কোহলি। নজফগড়ের নবাব বলেছেন, নতুন দল হলে, অনভিজ্ঞ খেলোয়াড় থাকলে অধিনায়কত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আগামী বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বহুপ্রতীক্ষিত লড়াই সম্পর্কে বীরু বলেছেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলেই এই ম্যাচ যুদ্ধের থেকে কোনও অংশ কম নয়। ভারতকে এই ম্যাচ জিততে হবে।