কলকাতা: কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার সহ ৪ আইপিএস অফিসারের বদলি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী। কমিশনের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, একতরফা, উদ্দেশ্যপ্রণোদিত, পক্ষপাতদুষ্ট ও বিজেপির নির্দেশেই নেওয়া বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার রাতে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে সরিয়ে দিয়েছে কমিশন। ভোটপর্বের মধ্যেই প্রশাসনে আকস্মিক রদবদলের প্রক্রিয়ায় কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে ডঃ রাজেশ কুমারকে, যিনি দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এডিজিপি, নটরাজন রমেশ বাবু (এডিজি ও আইজিপি) হয়েছেন বিধাননগরের নতুন পুলিশ কমিশনার। বিধাননগরের ডিসি (এয়ারপোর্ট ডিভিসন) আভান্নু রবীন্দ্রনাথ বীরভূমের নতুন পুলিশ সুপার হয়েছেন। কলকাতা সশস্ত্র পুলিশের (থার্ড ব্যাটেলিয়ন) ডেপুটি কমিশনার শ্রীহরি পান্ডেকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে।
মুখমন্ত্রী কমিশনকে চিঠিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে কীভাবে ও কার পরিচালনায় পুলিশ-প্রশাসনে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার তদন্ত চেয়েছেন। তিনি লিখেছেন, আমার দৃঢ় অভিমত, ভারতে গণতন্ত্র রক্ষায় কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে। কিন্তু চার সিনিয়র পুলিশ অফিসারকে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে কমিশনের ৫ এপ্রিলের বদলির নির্দেশের বিরুদ্ধে আমায় তীব্র প্রতিবাদ জানাতে এই চিঠি লিখতে হচ্ছে, এটাই খুব দুর্ভাগ্যের। কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট, একপেশে, উদ্দেশ্যপ্রণোদিত। কেন্দ্রের শাসক দল বিজেপির ইচ্ছাতেই যে কমিশনের এই সিদ্ধান্ত, এটা মনে করার মতো যথেষ্ট যুক্তি আছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এক বিজেপি নেত্রী টিভি সাক্ষাত্কারে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে জানানোর পরই কমিশনের বদলির আদেশ এসেছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
‘দুর্ভাগ্যজনক’, ‘একতরফা’, ‘পক্ষপাতদুষ্ট’, বিজেপির নির্দেশেই, পুলিশ কর্তাদের বদলির নিন্দায় কমিশনে চিঠি মমতার
Web Desk, ABP Ananda
Updated at:
06 Apr 2019 06:05 PM (IST)
মুখমন্ত্রী কমিশনকে চিঠিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে কীভাবে ও কার পরিচালনায় পুলিশ-প্রশাসনে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার তদন্ত দাবি করেছেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -