কোনও মাঠই আমার কাছে বড় নয়, বললেন আন্দ্রে রাসেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2019 04:23 PM (IST)
গতকাল বিরাট কোহলির দলের বিরুদ্ধে ১৩ বলে ৪৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিং তাণ্ডবে চার ওভারে ৬৬ রান তুলে কলকাতা নাইট রাইডার্স ২০৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পাঁচ বল বাকি থাকতেই।
NEXT
PREV
বেঙ্গালুরু: এবারের আইপিএলে আরও একটা বিস্ফোরক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছেন বিগ ম্যান আন্দ্রে রাসেল। রাসেলের রুদ্ধশ্বাস পাওয়ার হিটিং নিয়ে মন্ত্রমু্গ্ধ অনুরাগীরা। গতকাল বিরাট কোহলির দলের বিরুদ্ধে ১৩ বলে ৪৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিং তাণ্ডবে চার ওভারে ৬৬ রান তুলে কলকাতা নাইট রাইডার্স ২০৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পাঁচ বল বাকি থাকতেই। রাসেলের ১৩ বলের ইনিংসে রান নেওয়ার পরিসংখ্যান এ রকম— ০, ১, ০, ০, ৬, ৬, ৬, ১, ৬ ,৬, ৬, ৪, ৬। সাত-সাতটি ছয় ও একটি চার। এ রকম অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর রাসেল বলেছেন, কোনও মাঠকেই তাঁর যথেষ্ট বড় বলে মনে হয় না।
রাসেল বলেছেন, অস্ট্রেলিয়ায় কিছু বড় মাঠ রয়েছে। সেখানেও বল স্ট্যান্ডে পাঠিয়ে অবাক হয়ে যাই।মনে হয়, কোনও মাঠই আমার কাছে বড় নয়।আমি আমার শক্তি ও সক্ষমতায় আস্থা রেখে খেলি। আমার ব্যাটের স্পিড খুব ভালো। এ ব্যাপারেও আমার আস্থা রয়েছে।
প্রায় হারা ম্যাচের মোড় ঘুরিয়ে দলকে জয় এনে দেওয়ার পর রাসেল বলেছেন, দলের সহ খেলোয়াড়দের সমর্থন একটা বড় ব্যাপার। আমি ছন্দে রয়েছি এবং তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছি।
রাসেল বলেছেন, তাঁর সাফল্যের বিষয়ে বেশি কথা তিনি বলতে পারেন না। তা মাঠে দেখাতেই পছন্দ করেন।
কেকেআরের রান তাড়া করে জয়ের লক্ষ্যর দিকে এগিয়ে যাওয়ার কাজটা ভালোই শুরু করেছিলেন ক্রিস লিন (৩১ বলে ৪৩),রবিন উথাপ্পা (২৫ বলে ৩৩)এবং নীতীশ রানা (২৩ বলে ৩৭)। শেষপর্যন্ত ডেথ ওভারে রাসেলের সংহারমূর্তি দলকে জয় এনে দেয়।
রাসেল বলেছেন, ব্যাট করতে নামার সময় আমি আত্মবিশ্বাসী ছিলাম। পিচ কেমন তা বুঝে নিতে দীনেশ কার্তিক আমাকে কয়েকটা বল দেখে নিতে বলেছিল। আমি ডাগ আউটে বসে ও টিভিতে দেখে একটা ধারণা নিয়েই নেমেছিলেন।২০ বলে ৬৬ রান যখন দরকার হয়, তখন কিন্তু সবদিন তা সম্ভবপর হয় না। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়।
রাসেল বলেছেন, টি ২০ ক্রিকেটের বৈশিষ্ট্যই হল যে, একটি মাত্র ওভার ম্যাচের রঙ পাল্টে দিতে পারে। তাই আমি হাল ছাড়িনি। রান অনেকটা বেশি দরকার ছিল। আমি লড়াই করতে চেয়েছিলাম আর শেষপর্যন্ত আমরা পাঁচ বল বাকি থাকতেই জিতে গেলাম।
ক্রিস লিন রাসেলের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ। তিনি বলেছেন, রাসেল তো মিলিয়ন ডলার ম্যান। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ টেনে বের করে আনছে ও।
বেঙ্গালুরু: এবারের আইপিএলে আরও একটা বিস্ফোরক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছেন বিগ ম্যান আন্দ্রে রাসেল। রাসেলের রুদ্ধশ্বাস পাওয়ার হিটিং নিয়ে মন্ত্রমু্গ্ধ অনুরাগীরা। গতকাল বিরাট কোহলির দলের বিরুদ্ধে ১৩ বলে ৪৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিং তাণ্ডবে চার ওভারে ৬৬ রান তুলে কলকাতা নাইট রাইডার্স ২০৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পাঁচ বল বাকি থাকতেই। রাসেলের ১৩ বলের ইনিংসে রান নেওয়ার পরিসংখ্যান এ রকম— ০, ১, ০, ০, ৬, ৬, ৬, ১, ৬ ,৬, ৬, ৪, ৬। সাত-সাতটি ছয় ও একটি চার। এ রকম অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর রাসেল বলেছেন, কোনও মাঠকেই তাঁর যথেষ্ট বড় বলে মনে হয় না।
রাসেল বলেছেন, অস্ট্রেলিয়ায় কিছু বড় মাঠ রয়েছে। সেখানেও বল স্ট্যান্ডে পাঠিয়ে অবাক হয়ে যাই।মনে হয়, কোনও মাঠই আমার কাছে বড় নয়।আমি আমার শক্তি ও সক্ষমতায় আস্থা রেখে খেলি। আমার ব্যাটের স্পিড খুব ভালো। এ ব্যাপারেও আমার আস্থা রয়েছে।
প্রায় হারা ম্যাচের মোড় ঘুরিয়ে দলকে জয় এনে দেওয়ার পর রাসেল বলেছেন, দলের সহ খেলোয়াড়দের সমর্থন একটা বড় ব্যাপার। আমি ছন্দে রয়েছি এবং তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছি।
রাসেল বলেছেন, তাঁর সাফল্যের বিষয়ে বেশি কথা তিনি বলতে পারেন না। তা মাঠে দেখাতেই পছন্দ করেন।
কেকেআরের রান তাড়া করে জয়ের লক্ষ্যর দিকে এগিয়ে যাওয়ার কাজটা ভালোই শুরু করেছিলেন ক্রিস লিন (৩১ বলে ৪৩),রবিন উথাপ্পা (২৫ বলে ৩৩)এবং নীতীশ রানা (২৩ বলে ৩৭)। শেষপর্যন্ত ডেথ ওভারে রাসেলের সংহারমূর্তি দলকে জয় এনে দেয়।
রাসেল বলেছেন, ব্যাট করতে নামার সময় আমি আত্মবিশ্বাসী ছিলাম। পিচ কেমন তা বুঝে নিতে দীনেশ কার্তিক আমাকে কয়েকটা বল দেখে নিতে বলেছিল। আমি ডাগ আউটে বসে ও টিভিতে দেখে একটা ধারণা নিয়েই নেমেছিলেন।২০ বলে ৬৬ রান যখন দরকার হয়, তখন কিন্তু সবদিন তা সম্ভবপর হয় না। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়।
রাসেল বলেছেন, টি ২০ ক্রিকেটের বৈশিষ্ট্যই হল যে, একটি মাত্র ওভার ম্যাচের রঙ পাল্টে দিতে পারে। তাই আমি হাল ছাড়িনি। রান অনেকটা বেশি দরকার ছিল। আমি লড়াই করতে চেয়েছিলাম আর শেষপর্যন্ত আমরা পাঁচ বল বাকি থাকতেই জিতে গেলাম।
ক্রিস লিন রাসেলের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ। তিনি বলেছেন, রাসেল তো মিলিয়ন ডলার ম্যান। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ টেনে বের করে আনছে ও।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -