নয়াদিল্লি: মার্চের শেষ থেকে শুরু করে প্রায় ২ মাস নরেন্দ্র মোদি যেভাবে বিপুল উদ্যমে লাগাতার নির্বাচনী প্রচার করেছেন, সাংবাদিক বৈঠকে তার সপ্রশংস উল্লেখ করলেন অমিত শাহ। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সভাপতি। কখনও কখনও তাপমাত্রার পারদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়লেও, চড়া রোদ থাকা সত্ত্বেও যেভাবে তা উপেক্ষা করে প্রধানমন্ত্রী প্রচার চালিয়েছেন, তাঁর প্রশংসা করেন তিনি। বলেন, স্বাধীনতার পর থেকে সবচেয়ে কঠিন, ব্যাপক, বিরাট নির্বাচনী প্রচার ছিল এবার। মোদি যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তা অভূতপূর্ব। দেশের এমন কোনও প্রান্ত ছিল না, যেখানে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভোটপ্রচারে যেতে বাকি রেখেছেন তিনি।
বিজেপি সভাপতি বলেন, ২৮ মে, ২০১৯ এ মেরঠ থেকে প্রচার শুরু হয়। প্রধানমন্ত্রী মোদি ১৪২টি জনসভা, চারটি রোড শো করেছেন। আনুমানিক হিসাবে তিনি সরাসরি দেড় কোটি মানুষকে জনসভাগুলিতে সরাসরি সম্বোধিত করেছেন। প্রধানমন্ত্রী আকাশপথে প্রায় দেড় লক্ষ কিমি পথ সফর করেছেন বলেও জানান অমিত শাহ।
১০ মে নির্বাচন কমিশন দেশে সাতদফা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে।
তিনি নিজে ৩১২টি লোকসভা কেন্দ্র ঘুরে ১৬১টি জনসভায় ভাষণ দিয়েছেন বলে জানান বিজেপি সভাপতি। ১৮টি রোড শো করেছেন, ১.৫৮ লক্ষ কিমি সফর করেছেন বলেও জানান।
তিনি বলেন, বিজেপির এবারের ভোটপ্রচার দারুণ সফল হয়েছে, সমাজের সব অংশের মানুষের কাছে তাঁরা পৌঁছতে পেরেছেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দল কেন্দ্রে ক্ষমতায় ফিরবে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘ফির একবার মোদি সরকার’, ‘ম্যায় ভি চৌকিদার’ প্রভৃতি স্লোগান বিজেপি নেতৃত্ব দেয়নি, ‘সাধারণ বিজেপি কর্মী, স্বেচ্ছাসেবকরা’ দিয়েছেন।
এবারের নির্বাচনী প্রচার দারুণ হয়েছে বলে জানান স্বয়ং প্রধানমন্ত্রীও। বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। আমি একটিও সভা বাতিল করিনি বা অনুপস্থিত থাকিনি।
ভোটপ্রচারে ১৪২টি জনসভায় ভাষণ দিয়েছেন, আকাশপথে ১.৫ লক্ষ কিমি সফর করেছেন মোদি, জানালেন অমিত শাহ, বললেন, ‘অভূতপূর্ব’
Web Desk, ABP Ananda
Updated at:
18 May 2019 04:23 PM (IST)
তিনি বলেন, বিজেপির এবারের ভোটপ্রচার দারুণ সফল হয়েছে, সমাজের সব অংশের মানুষের কাছে তাঁরা পৌঁছতে পেরেছেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -