চেন্নাই: বৃহস্পতিবার তামিলনাড়ুতে ভোট, তার ঠিক ২৪ ঘণ্টা আগেই কানিমোঝির বাড়িতে হানা দিল নির্বাচন কমিশন। এদিন ডিএমকি নেত্রীর তুতিকোরিনের বাড়িতে যায় নির্বাচন কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর গোপন তথ্যের ভিত্তিতেই নাকি কানিমোঝির বাড়িতে তল্লাশি চালিয়েছে কমিশনের অফিসারেরা। এবং এই তল্লাশি অভিযানে কমিশনকে সাহায্য করেছে আয়কর দফতরও। তবে তল্লাশির পর কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলে এখনও কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কানিমোঝির বাড়িতে নির্বাচন কমিশনের হানাদারির খবর পাওয়া মাত্রই তুতিকোরিনে ডিএমকে সাংসদের বাড়ির সামনে জড়ো হন অসংখ্য ডিএমকে কর্মী সমর্থক।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন করুণানিধি পুত্র তথা ডিএমকে শীর্ষ নেতা এম কে স্ট্যালিন। তাঁর কথায়, ভোটে হারের ভীতি থেকেই এই কাজ করানো হচ্ছে। ওই কেন্দ্রে (তুতিকোরিন) বিজেপি প্রার্থী তামিলিসি সৌন্দরারাজন হারবেন বলেও দাবি করেন স্ট্যালিন। এরপরই বিজেপি-কে নিশানা করে তিনি বলেন, গণতন্ত্রের টুঁটি টিপে হত্যা করা হচ্ছে। নির্বাচন কমিশনের মতো একটি স্বতন্ত্র সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কড়া নিন্দাও করেছেন তিনি। এমকে স্ট্যালিন জানিয়েছেন, নির্বাচন কমিশনের এই আচরণের বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টেও যেতে পারে।