মোদিকে সরিয়ে প্রধানমন্ত্রী বদলাতে তৈরি উত্তরপ্রদেশের মানুষ, বললেন মায়াবতী
Web Desk, ABP Ananda | 21 Apr 2019 03:20 PM (IST)
মোদি নির্বাচন ও রাজনীতিতে ফায়দা তুলতেই পশ্চাত্পদ সম্প্রদায় তালিকায় নিজের জাত পরিচয় অন্তর্ভুক্ত করিয়েছেন বলেও দাবি করেন তিনি।
লখনউ: নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হতে যে উত্তরপ্রদেশের মানুষ সাহায্য করেছিলেন, চলতি নির্বাচনে তাঁরাই তাঁর অপসারণের জন্য তৈরি বলে মন্তব্য করলেন মায়াবতী। নিজের দল বসপা প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সর্বত্র বলে বেড়াচ্ছেন, উত্তরপ্রদেশের ২২ কোটি মানুষ তাঁকে প্রধানমন্ত্রী করেছেন, কিন্তু সেই মানুষগুলিই এখন তাঁকে প্রশ্ন করছে, কেন তিনি তাঁদের সঙ্গে প্রবঞ্চনা করেছেন। বিজেপি, বিশেষ করে নরেন্দ্র মোদির বোঝা উচিত যে উত্তরপ্রদেশের আমজনতা তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে হঠাতে পারেন এবং সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। মোদি নির্বাচন ও রাজনীতিতে ফায়দা তুলতেই পশ্চাত্পদ সম্প্রদায় তালিকায় নিজের জাত পরিচয় অন্তর্ভুক্ত করিয়েছেন বলেও দাবি করেন তিনি। বসপা সভানেত্রী মায়াবতী বলেন, বসপা-সপা-আরএলডি রাজ্যের ২২ কোটি মানুষের মন কী বাত শুনেই জোট গঠনের পথে হেঁটেছে, এর ফলে দেশব্যাপী মানুষ খুশি হয়েছেন। বিজেপির হতাশা, ক্ষমতা হারানোর আতঙ্ক স্পষ্ট, সবাই দেখতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।