নয়াদিল্লি: বৃহস্পতিবার রাহুল গাঁধী কেরলের ওয়েইনাড় কেন্দ্রে মনোনয়ন পেশ করার পরই তাঁকে কাঠগড়ায় তুললেন যোগী আদিত্যনাথ। কেরলে মুসলিম লিগের সঙ্গে রাহুলের গোপন অ্যাজেন্ডা আছে বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল কংগ্রেস সভাপতির রোড শো-তে অল ইন্ডিয়া মুসলিম লিগের পতাকা নিয়ে সামিল হয়েছিলেন সেই দলের লোকজনও।
কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোটে (ইউডিএফ)র দীর্ঘদিনের শরিক মুসলিম লিগকে প্রাক-স্বাধীনতা সময়ের মুসলিম লিগের সঙ্গে একাসনে বসিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, কয়েকশ বছর বাদে ১৯৪৭-এ দেশ স্বাধীনতা পায়। কিন্তু তার আগে আমরা দেশভাগের মতো দুর্ভাগ্যজনক ঘটনাও দেখেছি। মুসলিম লিগই দেশ ভাঙার কারণ। আর এখন রাহুল গাঁধী কেরলের একটি কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়ে যে মুসলিম লিগ দেশ বিভাজনের মূলে ছিল, সেই সংগঠনের সঙ্গেই গোপন বোঝাপড়া করেছেন। কংগ্রেস, মুসলিম লিগের গোপন এজেন্ডা কোনদিকে নিয়ে যাবে দেশকে? দেশে কী ধরনের আবহাওয়া তৈরি করতে চায় কংগ্রেস?
উত্তরাখন্ডের কাশীপুরে বিজেপির নির্বাচনী জনসভায় কংগ্রেস রাষ্ট্রবিরোধী, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির হাতে তামাক খাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, রাষ্ট্রদ্রোহিতা আইন বাতিল ও সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) সংশোধনের কথা বলে কংগ্রেস তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। দেশবিরোধী, বিচ্ছিন্নতাবাদীদের যা খুশি তাই করার একচ্ছত্র স্বাধীনতা দিয়ে দেশকে দুর্বল করতে চায় ওরা।
দেশের উপদ্রুত অঞ্চলগুলিতে অভিযান চালানোর সময় সেনা জওয়ানদের তাদের কাজকর্মের জন্য আইন, বিচার ব্যবস্থার সামনে পড়া থেকে অব্যাহতি দিতেই আফস্পা চালু হয়েছে। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে তাকে রিভিউ করার কথা থাকার সমালোচনা করে আদিত্যনাথ আরও বলেন, এটা উত্তরাখণ্ডের সাহসী জওয়ানদেরও অপমান যাঁরা দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে জীবন বলিদান দিতে দ্বিধা করেন না।