নয়াদিল্লি: এবারের লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন না সুমিত্রা মহাজন। তাঁকে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী করবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা, দোলাচলের মধ্যে নিজেই একথা জানিয়েছেন লোকসভার স্পিকার। আটবারের এমপি সুমিত্রার সামনের সপ্তাহেই ৭৬ পূর্ণ হচ্ছে। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, ৭৫ এর বেশি বয়সের কাউকে লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে না। সেই মাপকাঠি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা, তা নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে নিজেই আজ সিদ্ধান্ত জানিয়ে দিলেন ইন্দোরের সাংসদ। তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, অনুমান, জল্পনা চলছে। আমি তার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি, দলকে তার মনোমত প্রার্থী বাছাইয়ের ব্যাপারে মুক্ত করে দিলাম। লোকসভা নির্বাচনে লড়ছি না। দলকে উদ্বেগমুক্ত করে দিলাম। নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত তিনি দলীয় সভাপতি অমিত শাহকে লিখিত ভাবে জানিয়েছেন। তবে দলের হয়ে তিনি কাজ করে যাবেন, প্রচারেও নামবেন বলে জানিয়েছেন সুমিত্রা।
তিনি বলেছেন, এতগুলো দিন হয়ে গেল, কিন্তু পার্টি এখনও ইন্দোর প্রার্থীর নাম জানাতে পারল না। ৭৫ এর বেশি বয়সের কাউকে টিকিট দেওয়া নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। আমি এর অবসান ঘটাতে চাই। তিনি আরও বলেছেন, সম্ভবত দল সিদ্ধান্ত নিতে দ্বিধা করছে। সিনিয়র নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি, তাঁদের হাতেই যথাযথ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দিয়েছি। মনে হচ্ছে, ওদের মনে কিছু সংশয় আছে। তাই আমি জানাচ্ছি, লোকসভা ভোটে লড়তে চাই না।
১৯৮৯ এ প্রথম লোকসভায় নির্বাচিত হন সুমিত্রা। টানা জিতে চলেছেন। ১৯৯৯ ও ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ী জমানায় মানবসম্পদ উন্নয়ন, টেলিকম ও পেট্রলিয়ামমন্ত্রকও সামলেছেন।
এবার বিজেপি লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশীর মতো প্রবীণ নেতাদেরও প্রার্থী করছে না, যাঁরা নরেন্দ্র মোদি জমানায় দলে কোণঠাসা বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। বিজেপি সভাপতি অমিত শাহ এ নিয়ে জল্পনার পরিপ্রেক্ষিতে গতকাল জানান, মিডিয়াই এনিয়ে মাথা ঘামাচ্ছে। বয়স ৭৫ ছাড়ালে কাউকেই প্রার্থী করা হবে না। এটা দলেরই সিদ্ধান্ত।
প্রার্থী হচ্ছেন না সুমিত্রা মহাজন, বললেন, দলকে সিদ্ধান্ত নিতে 'উদ্বেগমুক্ত' করলাম
Web Desk, ABP Ananda
Updated at:
05 Apr 2019 02:46 PM (IST)
এবার বিজেপি লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশীর মতো প্রবীণ নেতাদেরও প্রার্থী করছে না, যাঁরা নরেন্দ্র মোদি জমানায় দলে কোণঠাসা বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -