তিনি বলেছেন, এতগুলো দিন হয়ে গেল, কিন্তু পার্টি এখনও ইন্দোর প্রার্থীর নাম জানাতে পারল না। ৭৫ এর বেশি বয়সের কাউকে টিকিট দেওয়া নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। আমি এর অবসান ঘটাতে চাই। তিনি আরও বলেছেন, সম্ভবত দল সিদ্ধান্ত নিতে দ্বিধা করছে। সিনিয়র নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি, তাঁদের হাতেই যথাযথ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দিয়েছি। মনে হচ্ছে, ওদের মনে কিছু সংশয় আছে। তাই আমি জানাচ্ছি, লোকসভা ভোটে লড়তে চাই না।
১৯৮৯ এ প্রথম লোকসভায় নির্বাচিত হন সুমিত্রা। টানা জিতে চলেছেন। ১৯৯৯ ও ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ী জমানায় মানবসম্পদ উন্নয়ন, টেলিকম ও পেট্রলিয়ামমন্ত্রকও সামলেছেন।
এবার বিজেপি লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশীর মতো প্রবীণ নেতাদেরও প্রার্থী করছে না, যাঁরা নরেন্দ্র মোদি জমানায় দলে কোণঠাসা বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। বিজেপি সভাপতি অমিত শাহ এ নিয়ে জল্পনার পরিপ্রেক্ষিতে গতকাল জানান, মিডিয়াই এনিয়ে মাথা ঘামাচ্ছে। বয়স ৭৫ ছাড়ালে কাউকেই প্রার্থী করা হবে না। এটা দলেরই সিদ্ধান্ত।