মোদি সেনার কীর্তি নিয়ে রাজনীতি করছেন, অভিযোগ তুলে কংগ্রেসে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার
Web Desk, ABP Ananda | 07 May 2019 06:35 PM (IST)
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা যেভাবে সশস্ত্র বাহিনীর নাম করে ভোট চাইছেন, তাতে তিনি ব্যথিত বলে জানান কৌশিক।
আমদাবাদ: বিজেপি সেনাবাহিনীর কীর্তি নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলে গুজরাতের প্রাক্তন বায়ুসেনা অফিসার যোগ দিলেন কংগ্রেসে। অনিল কুমার কৌশিক নামে ওই অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। ১৭ বছর ভারতীয় বিমানবাহিনীর ফ্লাইট ইঞ্জিনিয়ার পদে কাজ করে নয়ের দশকে সার্জেন্ট পদে অবসর নেন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা যেভাবে সশস্ত্র বাহিনীর নাম করে ভোট চাইছেন, তাতে তিনি ব্যথিত বলে জানান কৌশিক। গুজরাত কংগ্রেসের প্রধান অমিত চাভদাও সেখানে ছিলেন। কৌশিক বলেন, গোয়ার মুক্তি, পূর্ব পাকিস্তান অর্থাত্ বাংলাদেশের স্বাধীনতাপ্রাপ্তির মতো সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ অভিযানের কৃতিত্ব কখনও কংগ্রেস দাবি করেনি। সার্জিক্যাল হামলা অতীতেও হয়েছে। কিন্তু কখনও ওরা রাজনৈতিক ফায়দা তুলতে তার ব্যবহার করেনি। কিন্তু এখন বিজেপি সরকার সেনার কার্যকলাপের রাজনীতিকরণ করছে। সত্যিকারের ইস্যু নিয়ে কথা বলার পরিবর্তে বিজেপি নেতারা সশস্ত্র বাহিনীর নামে ভোট চাইছে। নরেন্দ্র মোদির ভুলে যাওয়া উচিত নয় যে, তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী, কোনও বিশেষ একটি দলের নন। কৌশিককে দলে স্বাগত জানিয়ে মোদি বারবার সশস্ত্র বাহিনীর নাম টেনে এনে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন চাভদা।