নয়াদিল্লি: দিল্লিতে জোট আলোচনা ভেস্তে যাওয়ার পর সোমবার ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টি আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। রীতিমতো চমক দিয়ে উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে কংগ্রেস এবার প্রার্থী করল দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। ১৯৯৮ থেকে ২০১৩, টানা তিনবার দিল্লির মসনদে রাজত্ব ছিল এই কংগ্রেস নেত্রীরই। গতবছর দিল্লি কংগ্রেসের সভানেত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি। অতীতে (১৯৮৪-১৯৮৯) উত্তর প্রদেশের কনৌজ থেকেও সাংসদ হয়েছিলেন শীলা দীক্ষিত। উত্তর-পূর্ব দিল্লি আসনে তাঁর লড়াই হবে আম আদমি পার্টির প্রার্থী দিলীপ পাণ্ডে ও জয়ী বিজেপি সাংসদ তথা দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির বিরুদ্ধে।


সপ্তদশ লোকসভা নির্বাচনে শীলা দীক্ষিতের সঙ্গে প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেনও। নয়াদিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। উল্লেখ্য, এখনও পর্যন্ত টিকিট পাননি আরেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। দিল্লির চাঁদনি চক কেন্দ্র থেকে তিনি ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করলেও হাইকম্যান্ড থেকে কোনও সদুত্তর আসেনি। উল্টে ওই আসনে সিব্বলের বদলে কংগ্রেস নেতা জে পি অগ্রবালকে প্রার্থী করেছে কংগ্রেস। পাশাপাশি পূর্ব দিল্লি থেকে অরবিন্দর সিংহ লাভলি, উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে রাজেশ লিলোথিয়া ও পশ্চিম দিল্লি থেকে মহাবাল মিশ্রকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কেবল মাত্র দক্ষিণ দিল্লি আসনেই এখনও পর্যন্ত কোনও প্রার্থী দেয়নি তারা।


অন্যদিকে দিল্লির ৭টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই দিল্লির ৪টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা সেরে ফেলেছে বিজেপিও। ৩টি আসনে এখনও প্রার্থী ঘোষণা না করলেও চাঁদনি চক থেকে হর্ষ বর্ধন, উত্তর-পূর্ব থেকে মনোজ তিওয়ারি, পশ্চিম দিল্লি থেকে প্রবেশ ভর্মা ও দক্ষিণ দিল্লি থেকে রমেশ বিধুরির নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি।