দিল্লি: পদ্মাবত-এর পর দীর্ঘ বিরতি শেষ। ফের পুরোদমে শ্যুটিংয়ে ফিরেছেন দীপিকা পাড়ুকোন। অ্যাসিড হামলার শিকার এক তরুণীর ভূমিকায় অভিনয় করছেন তিনি, ছবির নাম ছপাক। এবার অনুগামীদের সঙ্গে দীপিকা দেখাও করলেন সেই ছবির লুকেই।



ছপাক-এ দীপিকার চরিত্রের নাম মালতী। চরিত্রটি গড়ে উঠেছে লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে। ছবিটি প্রযোজনাও করছেন দীপিকা। তিনি ছাড়া এতে রয়েছেন বিক্রান্ত মৈসি।





ছবি পরিচালনা করছেন মেঘনা গুলজার। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাবে ছপাক।