ভোটপ্রচার শেষ হওয়ার আগে আদৌ প্রধানমন্ত্রী জনগণের কাছে গুরুত্বপূর্ণ মূল ইস্যুগুলি নিয়ে আদৌ খুলবেন কি, বিস্ময়ের সুরে মন্তব্য করেছেন তিনি।
কর্মসংস্থান, চাকরি, কৃষকের দুর্দশা, কৃষিঋণ ও সমাজের সব অংশের মানুষের নিরাপত্তা-এগুলিই প্রধান ইস্যু বলে অভিমত জানিয়ছেন তিনি।
একগুচ্ছ ট্যুইট করে চিদম্বরম বলেছেন, পাকিস্তানকে তিনি কী করেছেন, তা নিয়ে প্রধানমন্ত্রীর নিজের ঢাক পেটানো শুনতে শুনতে ক্লান্ত। ভোটপ্রচার শেষ হওয়ার আগে কি প্রধানমন্ত্রী মানুষের স্বার্থ জড়ানো মূল বিষয়গুলিতে বলবেন? তাঁর নিজের দলের নেতাদেরই ঘৃণা ছড়ানো ভাষণের ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যও লোকে শুনতে চায়। মানুষ চান, বিমুদ্রাকরণ, বিপর্যয় ঘটানো জিএসটি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাল নিয়েও তিনি কিছু বলুন।
আরেকটি ট্যুইটে ‘বৈচিত্র্যপূর্ণ হওয়া ভাল, বিভেদকামী হওয়া নয়’ বলে অভিমত জানানোয় শাহরুখ খানেরও প্রশংসা করে চিদম্বরম লেখেন, আশা করি, প্রধানমন্ত্রী বলবেন, চমত্কার প্রয়াস, শাহরুখ।