চেন্নাই: দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আইপিএল শেষ হলেই বিলেতের বিমানে চেপে ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। কোহলির নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ খেলবে ব্লু ব্রিগেড। দল নির্বাচনও হয়ে গিয়েছে। ধোনি থাকবেন, তবে নেপথ্যেই। সম্ভবত এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। অতীতে ইংল্যান্ড থেকেই চ্যাম্পিয়নস ট্রফি জিতে ফিরেছিল ধোনির নেতৃত্বাধীন ভারত। এবারও তার হাতে বিশ্বকাপ দেখতে চাইছে ক্রীড়াবিশ্বের অনেকই। সেই মতো প্রস্তুতিও নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও। চলতি আইপিএল-এ যেভাবে তাঁর ব্যাট কথা বলছে, তাতে ‘ভিনটেজ’ ধোনির পুনরাবৃত্তি হচ্ছে বলেই মনে করছে সংশ্লিষ্টমহল। তবে একটা বিষয় চিন্তায় রাখছে ভরতীয় ম্যানেজমেন্টকে। যা নিয়ে চিন্তিত ধোনি নিজেও। পিঠের ব্যাথা।
বহুদিন ধরেই পিঠের ব্যাথায় ভুগছেন ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার। চলতি মরশুমে এই চোটের কারণেই একটি ম্যাচ মাঠের বাইরে বসতে হয়েছে তাঁকে। যার খেসারতও দিয়েছে দল। হায়দরাবাদের কাছে ওই ম্যাচ হারে সিএসকে। তবে ফিরে এসেই আবার পারফর্ম করছেন তিনি। মঙ্গলবার, হায়দরাবাদের বিরুদ্ধে হোম ম্যাচ জিতে মাহি বলছেন, বিশ্বকাপের আগে চোট নিয়ে সতর্ক তিনি।
পিঠের ব্যাথা পুরোপুরি সারেনি, একটা ‘স্টিফনেস’ রয়েছে। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি। ধোনির কথায়, “অসুবিধা হচ্ছে, তবে পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায়নি। সামনেই বিশ্বকাপ, তাই বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখছি।” তবে এই চোট তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে কোনও অনিশ্চিয়তা তৈরি করবে না, তাও সাফ জানিয়ে দিয়েছেন মহেন্দ্র। তাঁর বক্তব্য, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তিনি সময় নেবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এটা খুবই তুচ্ছ ব্যাপার বলেই মনে করেন তিনি। ধোনির রসিকতা, “পুরোপুরি ফিট হওয়ার অপেক্ষা করতে হলে দুটো ম্যাচের মধ্যে পাঁচ বছর সময় পেরিয়ে যাবে।”