নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটে নজরদারি চলবে ইভিএম-এর উপর। এমনকি ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল (ভিভিপিএটি)-মেশিনের উপরও রাখা হবে কড়া নজর। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ইভিএম ও ভিভিপিএটি মেশিন বোঝাই সব গাড়িতেই এবার থেকে জিপিএস বসানো থাকবে। যার ফলে ভোট যন্ত্রের সমস্ত গতিবিধিই খুব সহজে জানা যাবে। আর সেই মর্মেই সব রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারদের নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, দেশের সাত দফা ভোটে যেখানে যেখানে ইভিএম ও ভিভিপিএটি মেশিন নিয়ে যাওয়া হবে, তা ট্র্যাক করা হবে জিপিএস প্রযুক্তির মাধ্যমে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গত বছর অনুষ্ঠিত হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনের অভিজ্ঞতা। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মেঘালয় ও মিজোরামের ভোটের সময় সংবাদ মাধ্যমের নজরে এসেছিল, কীভাবে বিধায়কের বাড়ির পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিভিপিএটি মেশিন। এমনকি হোটেল থেকেও উদ্ধার হয়েছে ইভিএম। ২০১৯ লোকসভা ভোটে যেন এমন কোনও ঘটনা না ঘটে তাই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গতবারের তুলনায় এবার পোলিং স্টেশনের সংখ্যা অনেকটাই বাড়ছে। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী ২০১৪ সালের তুলনায় প্রায় ১০ শতাংশের উপর পোলিং স্টেশনের সংখ্যা বাড়তে চলেছে এবারের লোকসভা ভোটে। ২০১৪ সালে দেশে পোলিং স্টেশন ছিল ৯.২৮ লাখ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে যা ১০ লাখেরও বেশি হতে চলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যার ফলে ভোট আয়োজনে বাড়াতে হবে ইভিএমও। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী এবার কমপক্ষে ৩৯.৬ লাখ ইভিএম ব্যবহার করা হবে। ১৭ লাখের উপরে ব্যবহৃত হবে ভিভিপিএটি মেশিন।
উল্লেখ্য, ১০ মার্চ সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এবার মোট সাত দফায় ভোট অনুষ্ঠিত হবে। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে ভোট পর্ব। চূড়ান্ত ফল প্রকাশ হবে ২৩ মে রবিবার।