কলকাতা: চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে প্রতিবারের মতোই ভোটের আগে বেশ অনেকগুলি ইস্যুই সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। যার প্রভাব পড়বে ভোট বাক্সে পড়বে বলেই গুঞ্জন রাজনৈতিক মহলে। এর মধ্যে অন্যতম জ্বালানির দর কমিয়ে আনা (Fuel Price)। পাশাপাশি রামমন্দির উদ্বোধন (Ram Temple Inauguration) । উল্লেখ্য, চলতি বছরের ভোটের আগে জ্বালানির দাম কমিয়েছে মোদি সরকার। এবং এই বছরের শুরুতেই রামমন্দির উদ্বোধন ছিল দেশের আরও এক বড় ইস্যু। (BJP) বিজেপি দাবি করছে, লোকসভা ভোটে বাংলায় তারা এতটাই ভাল ফল করবে যে ২০২৬ সাল পর্যন্ত তৃণমূলের সরকার (TMC Government) টিকবে না। নির্বাচনের আগে, এনিয়ে ভোটারদের মনন বুঝতে সমীক্ষা চালিয়েছে এবিপি সি ভোটার (ABP C voter West Bengal)। এই সমীক্ষা শুরু হয়েছিল ৫ জানুয়ারিতে। চলে ৫ এপ্রিল অবধি। ১ লক্ষ ১১ হাজার ২৫৬ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ইতিমধ্যেই যার রিপোর্ট সামনে এসে পৌঁছেছে। কী বলছে এবিপি সি ভোটার সমীক্ষা ?
এবিপি সি ভোটার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী,
বিজেপি দাবি করছে, লোকসভা ভোটে বাংলায় তারা এতটাই ভাল ফল করবে যে ২০২৬ সাল পর্যন্ত তৃণমূলের সরকার টিকবে না। আপনি কি সহমত ?
৪০ শতাংশ | ৪৭ শতাংশ | ১৩ শতাংশ |
হ্যাঁ | না | 'বলতে পারব না' |
ভোটের আগে তেল-গ্য়াসের দাম কমিয়ে বিজেপি কি ভোটে ফায়দা তুলতে পারবে ?
৪২ শতাংশ | ৪৫ শতাংশ | ১৩ শতাংশ |
হ্যাঁ | না | 'বলতে পারব না' |
রাম মন্দিরের উদ্বোধনের ফলে কি বাংলায় লোকসভা ভোটে বিজেপির বাড়তি সুবিধা হবে?
৪৮ শতাংশ | ৪৩ শতাংশ | ৯ শতাংশ |
হ্যাঁ | না | 'বলতে পারব না' |
নির্বাচনের ফলপ্রকাশের আগে, প্রতিবারই বিভিন্ন সমীক্ষক সংস্থা ভোটারদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। তারা সমীক্ষার যে তথ্য় আমাদের হাতে তুলে দেয়, সেটাই পুঙ্খানপুঙ্খভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরি। সমীক্ষা থেকে উঠে আসা মতামত কখনও মিলে যায়, আবার অনেক ক্ষেত্রেই তা মেলে না। আর তাই এটাকেই প্রকৃত সত্য ধরে এগোনোর কোনও অর্থ নেই। বলাইবাহুল্য, এই সমীক্ষার সঙ্গে এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন, সন্দেশখালিকাণ্ডের ফলে লোকসভা ভোটে লাভবান হবে কোন দল ? কী বলছে সি ভোটার সমীক্ষা?