কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। চলতি সপ্তাহে ১৯ তারিখ থেকেই শুরু হবে ভোট। ইভিএম-এ নিজের মতামত জানানো শুরু করবেন ভোটাররা। এদিকে ভোটের আগে একাধিক ইস্যুতে উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তার মধ্যে বাংলায় ঘটে যাওয়া একটি অন্যতম ইস্যু সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali Incident)। সন্দেশখালিকাণ্ডের ফলে লোকসভা ভোটে লাভবান হবে কোন দল ? এই প্রশ্নের উত্তর পেতে ভোটের আগে সমীক্ষা চালিয়েছে এবিপি সি ভোটার। এই সমীক্ষা চলেছে গত ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। ১ লক্ষ ১১ হাজার ২৫৬ জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ইতিমধ্যেই সেই সমীক্ষায় জবাব উঠে এসেছে।
এবিপি সি ভোটার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী,
সন্দেশখালিকাণ্ডের ফলে লোকসভা ভোটে লাভবান হবে কোন দল ?
৫০ শতাংশ | ২৫ শতাংশ | ৯ শতাংশ | ১৬ শতাংশ |
বিজেপি | তৃণমূল কংগ্রেস | বাম-কংগ্রেস জোট | 'বলতে পারব না' |
সন্দেশখালিকাণ্ড কি লোকসভা ভোটে বাংলায় প্রধান ইস্য়ু হয়ে উঠবে?
৪৮ শতাংশ | ৩৩ শতাংশ | ১৯ শতাংশ |
হ্যাঁ | না | 'বলতে পারব না' |
সন্দেশখালিকাণ্ডের ফলে কি লোকসভা ভোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মহিলা ভোটব্য়াঙ্কে ভাঙন ধরবে?
৫১ শতাংশ | ৩৭ শতাংশ | ১২ শতাংশ |
হ্যাঁ | না | 'বলতে পারব না' |
নির্বাচনের ফলপ্রকাশের আগে, প্রতিবারই বিভিন্ন সমীক্ষক সংস্থা ভোটারদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। তারা সমীক্ষার যে তথ্য় আমাদের হাতে তুলে দেয়, সেটাই পুঙ্খানপুঙ্খভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরি। সমীক্ষা থেকে উঠে আসা মতামত কখনও মিলে যায়, আবার অনেক ক্ষেত্রেই তা মেলে না। আর তাই এটাকেই প্রকৃত সত্য ধরে এগোনোর কোনও অর্থ নেই। বলাইবাহুল্য, এই সমীক্ষার সঙ্গে এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন, 'তল্লাশি নিয়ে আপত্তি নেই, কিন্তু..', কপ্টারে 'আয়কর তল্লাশি' নিয়ে সরব অভিষেক
বিস্তারিত আসছে..