নয়াদিল্লি: দিল্লিতে নির্বাচন কমিশনের (EC) সামনে ধর্নার ঘটনায় এবার তৃণমূলের পাশে দাঁড়াল আপ (AAP)। দিল্লির মন্দির মার্গ থানায় চলছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি (TMC)। গতকাল ইডি-এনআইএয়ের বিরুদ্ধে তৃণমূলের ধর্না ঘিরে দিল্লিতে বাধে ধুন্ধুমার। কমিশনে নালিশের পরেই অবস্থান থেকে তৃণমূল প্রতিনিধিদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ।দিল্লি পুলিশের দাবি, 'গতকাল সন্ধেয় তৃণমূল নেতাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাঁরা বসে আছেন। থানা চত্বরকে  রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করাই উচিত।' এদিন দোলা সেন স্পষ্ট বলেন, 'দিল্লি পুলিশ পুরো মিথ্যা কথা বলেছে (Police)। 'কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি, থানাতেই চালাব কর্মসূচি', ঘোষণা দোলা সেনের।  






 কমিশনের সামনে ধর্নার ঘটনায় এবার তৃণমূলের পাশে আপ


দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্নার ঘটনায় এবার তৃণমূলের পাশে দাঁড়াল আপদিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্নার ঘটনায় এবার তৃণমূলের পাশে দাঁড়াল আপদিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্নার ঘটনায় এবার তৃণমূলের পাশে দাঁড়াল আপ। 'নির্বাচন কমিশনের কাছে ন্যায়বিচার চাইতে গেলে এবার আপনাদের জেলে যেতে হবে', নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন আপ নেতা সঞ্জয় সিংহ। ধর্নায় সমর্থন জানাতে সকালে মন্দির মার্গ থানায় যান আপ নেতা ও মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।


'মোদির মতো স্বভাব হয়েছে দিল্লি পুলিশের..'


এদিন দোলা সেন বলেন, দিল্লি পুলিশ পুরো মিথ্যা কথা বলেছে। আমি একথা বলার জন্য দুঃখিত। গতকাল বিকেল ৫টায় আমাদের তুলেছে। এখানে সাড়ে ৬ টা-৭টায় এনেছে। ..বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ১২ টা অবধি কোন ধারায়, ডিটেনশন নাকি অ্যারেস্ট , কীভাবে আমাদের আটকে রাখল ? ৭টার পরে তিনজন মহিলাকে কী করে ভিতরে রাখল ? জবাবটা কে দেবে ? আজ বলছে ছেড়ে দিয়েছে। পুরো মিথ্যা কথা বলছে। মোদিবাবুর মতো স্বভাব হয়েছে দিল্লি পুলিশের।'


আরও পড়ুন, সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ, ক্যাম্পে ঢুকে হামলা দুষ্কৃতীদের


নির্বাচন কমিশনের কাছে কীসের দাবিতে তৃণমূলের প্রতিনিধি দল ?


দোলা সে আরও বলেন, 'আমরা কথার দাম রাখি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সিবিআই,ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্সের চিফ্দের কে এখুনি সরাবার জন্য দাবি করেছি নির্বাচন কমিশনের কাছে। সেই দাবিতেই আমরা ২৪ ঘণ্টার ধর্না অবস্থান করছি।'