কমলকৃষ্ণ দে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, বর্ধমান: নির্বাচন কমিশন ও দলের শো-কজের পরেও পাল্টাননি তিনি। এবার বর্ধমান থানার আইসির কাপড় খুলে নেওয়ার হুমকি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Bardhaman Durgapur BJP Candidate Dilip Ghosh)। দিলীপ ঘোষের এই বেলাগাম মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।


দিলীপ ঘোষ বলেন, ' রাস্তায় বেরোলেই ওঁর গাড়ি আটকাব। ওঁকে বের করে কাপড় খুলব। ওঁকে বলে দেবেন যেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্য়ান্ট খুলে নেবে চৌরাস্তায় দাঁড় করিয়ে।' ফের বেলাগাম দিলীপ ঘোষ। রোড শো-এর অনুমতি না দেওয়ায় এবার বর্ধমান থানার IC-র কাপড় খুলে নেওয়ার হুমকি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।  ভোট প্রচারে বুধবার বর্ধমানে রোড শো ছিল দিলীপ ঘোষের।


সূত্রের খবর, অন্য় একটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণ দেখিয়ে তাতে অনুমতি দেয়নি পুলিশ।  প্রতিবাদে প্রতীকী পদযাত্রা করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। যা ঘিরে বুধবার রাতে বর্ধমানে ধুন্ধুমার বাধে। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা।বৃহস্পতিবার বর্ধমান শহরের নীলপুর বটতলায় চা-চক্রে, পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে প্রশ্ন করেন এক মহিলা বিজেপি কর্মী। দলীয় কর্মীর সেই প্রশ্নের উত্তরে ফের বেলাগাম মন্তব্য় করলেন দিলীপ।   


 দিলীপ ঘোষ বলেন, আমি বলে দিচ্ছি IC-কে এই দু মাস, এক মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে। দিলীপ ঘোষ ৫ বছর থাকবে। রাস্তায় জুটো পেটা করবে ধরে। আর করেছে, মুখে বলে না। মমতা বন্দ্য়োপাধ্য়ায় আসুক আর অভিষেক আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। এমনকী অশালীন ভাষাও প্রয়োগ করেন তিনি। এক্স হ্য়ান্ডলে বিজেপি প্রার্থীর এই মন্তব্য় শেয়ার করে আক্রমণ শানিয়েছে তৃণমূল।


তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,'দিলীপ ঘোষ এরকম কথা বলতেই অভ্য়স্ত। বিজেপির বিরুদ্ধেই তো লড়াই করতে হচ্ছে। এইসব কথা বলে প্রচারে ভেসে থাকতে চাইছেন।'এর আগে দুর্গাপুরে প্রচারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পর্কে বেলাগাম মন্তব্য় করেন দিলীপ ঘোষ। সে জন্য় তাঁকে শো-কজ করে নির্বাচন কমিশন ও তাঁর দল। তারপরেও দিলীপ ঘোষের মুখে বেলাগাম ভাষা।


আরও পড়ুন, 'দলের কর্মীকেই খুনের আশঙ্কা', দেবের মন্তব্য়ে প্রাণভয়ে BJP কর্মীরা বাড়িতে, থানায় অভিযোগ দায়ের..


অপরদিকে, এদিনই দিলীপ ঘোষের রোড শো-কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।দিলীপ ঘোষকে কালো পতাকা ও গো-ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ। পাল্টা বিজেপির চোর চোর স্লোগান। বর্ধমানের জেলখানা মোড় এলাকার ঘটনা।বৃহস্পতিবার রাতে বর্ধমান স্টেশন থেকে জেলখানা মোড় হয়ে পার্কাসরোড মোড় পর্যন্ত নির্বাচনী রোড শো  শুরু করেন দিলীপ ঘোষ।রোড শো জেলখানা মোড় এলাকায় আসতেই তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো-ব্যাক ও জয় বাংলা স্লোগান দেওয়া হয়।পাল্টা তৃণমূলকর্মীদের মুখোমুখি হয়ে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।