সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: এবার দেবের (Dev) বিরুদ্ধে থানায় অভিযোগ করল বিজেপি (BJP)। দেবের মন্তব্য়ে বিজেপি কর্মীরা আতঙ্কিত।  এই দাবি তুলেই কেশপুর ব্লকের আনন্দপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়।পাল্টা দেবের আশঙ্কায় বিজেপি ভয় পাচ্ছে কেন? বলে প্রশ্ন করেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। 


ঘাটালের তৃণমূল সাংসদ ও প্রার্থী দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি 


এবার ঘাটালের তৃণমূল সাংসদ ও প্রার্থী দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। ২৫ মে, ভোট রয়েছে ঘাটালে। তার আগে, দেবের মুখে শোনা যায়, বিজেপি কর্মীকে খুন করে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করার আশঙ্কা।ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব বলেন, আমাদের কাছে খবর আছে যে, কেশপুরে তাঁরা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে, তার দোষগুলি আমাদের লোককে দিয়ে এমন একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। 


'দেবের মন্তব্য়ের পর কেশপুর বিধানসভার বিজেপি কর্মীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে'


এরপরই বৃহস্পতিবার কেশপুরের আনন্দপুর থানায় বিজেপি লিখিত অভিযোগ করে বলে, দেবের এই মন্তব্য়ের মাধ্য়মে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে, কেশপুর বিধানসভার বিজেপি কর্মীদের বিরুদ্ধে  অপরাধমূলক ষড়যন্ত্র করার বিষয়ে তিনি ভাল মতো জানেন। দেবের মন্তব্য়ের পর কেশপুর বিধানসভার বিজেপি কর্মীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাণভয়ে ভোটের আগে কোনও বিজেপি কর্মী বাড়ি থেকে বের হতে চাইছেন না। দেবের এই মন্তব্য়ের ভিডিওকে গুরুত্ব না দেওয়া হলে, কেশপুর বিধানসভার যে কোনও বিজেপি কর্মীর প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে।


'দেব যদি আশঙ্কা করে থাকে তাতে বিজেপি  ভয় পাচ্ছে কেন?'


 ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, 'দেব এরকম অশালীন মন্তব্য় করেছে, আমরা থানায় অভিযোগ জানালাম। সবাইকে অনুরোধ বিভ্রান্তিতে কান দেবেন না। পিংলা তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতি বলেন, দেব যদি আশঙ্কা করে থাকে তাতে বিজেপি  ভয় পাচ্ছে কেন? ওদের দাবি বেশি করে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করানোর।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে দাবি,অভিযোগ জমা পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন, অন্য সন্দেশখালি : ভোট-হিংসায় খুন বাবা, উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফলে 'জবাব' ঘরছাড়া প্রীতমের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।