পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ২৫ মে বাঁকুড়া-বিষ্ণুপুরে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। কিছুদিন আগেই বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জাল ফেলে ধরেছিলেন মাছ। সেদিন সুজাতার সংযোজন ছিল, 'মৎসজীবীদের পাশে আছেন মমতা।' আর ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিনে, এবার মাছ ধরলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Bardhaman Durgapur BJP Leader Dilip Ghosh)। এদিকে, সুজাতার মাছ ধরার প্রসঙ্গ উঠতেই দিলীপ বললেন, 'আমাকেই অনুসরণ করে অন্যরা।' 


বাঁকুড়ায় প্রচারের শেষ দিনে পুকুরে ছিপ ফেলে, নিজের হাতে মাছ ধরলেন দিলীপ


১৩ মে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে বর্ধমান-দুর্গাপুরে। আগামী শনিবার ষষ্ঠদফায় বাঁকুড়া-বিষ্ণুপুরে লোকসভা ভোট। প্রচারের শেষ দিনে, এদিন বাঁকুড়ায় দিনভর বিভিন্ন কর্মসূচী রয়েছে দিলীপ ঘোষের। দিনভর সেই ব্যস্ততার আগেই সাতসকালে দিলীপ ঘোষ দলের কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধলডাঙ্গা এলাকার একটি পুকুরে। হাত ছিপ নিয়ে ধৈর্য ধরে মাছও ধরলেন। তাঁর দাবি, মনের চাহিদা পূরণ করতেই এমন কর্মকাণ্ড। এর আগে বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ  ধরতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বললেন, তিনি নন,  তাঁর কর্মকাণ্ডকেই অনুসরণ করে অন্যরা।  


আরও পড়ুন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠছে রেমাল, আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে ?


'আমাকেই অনুসরণ করে অন্যরা' , বললেন দিলীপ ঘোষ


সম্প্রতি প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরেছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সেবার সুজাতার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, মৎসজীবীদের জন্য কী করেছিলেন, তা মনে করিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে, মৎসজীবীদের জন্য মৎস ক্রেডিট কার্ড করে দিয়েছিলেন, প্রচারে বেরিয়ে সেই কথা বলতে ভোলেননি বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। তবে এদিন মাছ ধরতে গিয়ে পুরোপুরিই অন্য মুডে দেখতে পাওয়া গেল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)