ব্যারাকপুর : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার নেপথ্য়ে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি ব্যারাকপুরের বিদায়ী সাংসদের। অর্জুনের দাবি, আজ সকালে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস মেসেজ করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন অর্জুন। যদিও এর সঙ্গে  তৃণমূল যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।


অর্জুন সিংহ বলেন, "পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই পারেন। আমাকে বলে মারাটা খুব কঠিন আছে। এমনি মারতে পারবেন ঠিক আছে। কিন্তু, বলে মারাটা কঠিন। ডিটেলস পেয়েছি। ছেলেটা, মোমিনপাড়ায় কালাবাবু যে হেরোইন বিক্রি করে তার সঙ্গে থাকে। নাম নিকেতন বর্মা। পুলিশকে জানানো হয়েছে। এফআইআরও করছি।" 


যদিও সোমনাথ শ্যাম বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে বলুন অর্জুনকে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কেউ অর্জনুকে কিছু করতে পারবে না। কারণ, আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন তারা কোনও দিনও এ ধরনের কিছু করতে দেবে না কাউকে। প্রশাসনের হাতে নম্বরটা তুলে দিক। তাহলেই দেখা যাবে, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাচ্ছে।"


ব্যারাকপুরে ভোটের আগে বিতর্কিত পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায়। পোস্টারে লেখা ছিল, খুনিকে ভোট নয়। পোস্টারের ছবিতে দেখা যায়, পল্টু সিং নামে এক ব্যক্তি খুলির ওপরে বসে আছেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের
নির্দেশেই এ ধরনের পোস্টার লাগানো হয়েছে। অর্জুন সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাই হয়তো এই ধরনের পোস্টার পড়েছে, দাবি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।


পঞ্চম দফায় ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেছে। এই কেন্দ্রে এবার মূলত ত্রিমুখী লড়াই ছিল। বিজেপির প্রার্থী ছিলেন অর্জুন সিংহ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন- তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। এই পরিস্থিতিতে ভোটের আগে অর্জুন সিং-কে চিঠি দেন প্রধানমন্ত্রী। বাংলায় লেখা ওই চিঠিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয় কামনা করেন মোদি।


অর্জুন সিং-কে চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, ব্যারাকপুর শিল্পোন্নয়নে আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন। সংসদে সরব হয়েছেন পাটকল শ্রমিকদের অধিকারের দাবিতে। লক্ষ্যণীয়ভাবে, ভোট-প্রচারে কংগ্রেস ও INDIA জোটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে চিঠিতে অনুরোধ জানান মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অর্জুন সিং।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।