সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আমডাঙার মরিচা পঞ্চায়েতের অন্তর্গত কুন্দপাড়া এলাকায় দুই বিজেপি কর্মীকে মারধরের (BJP Worker Attacked Case) অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ব্যারাকপুর কেন্দ্রের নির্বাচনের রাতে। ঘটনায় আহত ওই দুই বিজেপি কর্মী। তাঁদের সঙ্গে দেখা করতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ (Barrackpore BJP Candidate Arijun Singh)।


৪৮ ঘণ্টা কেটে গেল এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারিনি আমডাঙা থানার পুলিশ। বুধবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে তাঁদের বাড়িতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। পাশাপাশি তিনি বলেন, বিজেপি কর্মীদের এইভাবে আক্রমণ করলেন, বিধায়ক রফিকুর রহমান ছাড় পাবেন না। 'রাস্তায় বেরোলে ঘেরাও' করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


গতকাল টালা পার্কে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলা চালানো হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয় বিজেপি যুব মোর্চার নেতা ও তাঁর ভাইয়ের ২টি বাইক। বিধানসভা ভোটের পরেও তৃণমূলের হিংসার শিকার হন বলে দাবি বিজেপি নেতার। এনিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল । 


কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বলেন,  'তৃণমূলের এ ছাড়া কোনও পথ নেই। কংগ্রেসও শেষের দিকে এটাই হয়েছিল ৭২ থেকে ৭৭। সিপিএমেরও তাই হয়েছিল। তৃণমূল হোক বুঝতে পেরেছে ওরা মানুষের থেকে কতটা দূরে সরে গেছে। এবং দলটাতো দুর্নীতিগ্রস্তদের আর দুষকৃতীদের দল হয়ে গেছে। কালকে বেলেঘাটায় হল, বাইক পুড়িয়ে দিচ্ছে আমাদের পোলিং এজেন্টের বেলগাছিয়াতে। ভোট পরবর্তী হিংসা গিয়ে দেখে আসুন গ্রামেতে। কলকাতা উত্তরের, কলকাতা উত্তরে যে সাতটা গ্রাম! জীবনেও তো কোনওদিন বিদায়ী সংসদ সেখানে যাননি। মহিলাদের মেরে পা ভেঙ্গে দেওয়া হয়েছিল। এসব দেখা যায় না, শোনা যায় না, অকথ্য!'


আরও পড়ুন, বাংলার ১২ জেলায় বাড়ল পেট্রোলের দর, কালিম্পঙে ১ টাকারও উপরে, কলকাতায় কত ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।