সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে (Barrackpur Lok Sabha Constituency) তাঁকে টিকিট দেয়নি শাসকদল (TMC)। টিকিট পান পার্থ ভৌমিক। লোকসভা ভোটে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন,' তৃণমূলে ফেরাটা ভুল হয়েছে।' বহু জলঘোলার তিনি ফেরেন গেরুয়া শিবিরে। আর এরপরেই শুরু রাজনৈতিক চাপানউতোর।হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ব্যারাকপুর। যে টিকিট তিনি পাননি শাসকদলে থেকেও, সেই টিকিট পেয়েছেন বিজেপিতে গিয়ে। ২০ মে লোকসভা নির্বাচন ব্যারাকপুরে।আর এবার মনোনয়ন দাখিল করার আগে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বললেন, 'ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে।' 


পুলিশের সঙ্গে বচসা, পায়ে হেঁটে গিয়ে মনোনয়ন জমা অর্জুনের


এদিকে, এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সঙ্গে পুলিশের বচসা বাধে। বিজেপি প্রার্থীর জন্য নির্দিষ্ট পথে না যাওয়ায় বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। বচসার জেরে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে গিয়ে মনোনয়ন জমা দেন অর্জুন সিংহ।


'ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে'


বলাইবাহুল্য একুশের বিধানসভা ভোটে হারের পর থেকেই বিজেপির পাখির চোখ ছিল লোকসভা ভোট। আর এবার সেই বহুপ্রতীক্ষিত লোকসভা শুরু হয়ে গিয়েছে ১৯ এপ্রিল। আর এবার মে মাসের ২০ তারিখ ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন,'ব্যারাকপুর বিজেপির ছিল। ব্যারাকপুর বিজেপির থাকবে।'


'তৃণমূল নামক অসুর শক্তিনাশের' প্রার্থনা 


এদিন তিনি সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ মজদুর ভবন থেকে বের হন। তারপর মজদুর ভবনের কাছেই মন্দিরে তিনি পুজো দেন। পুজো শেষে হুডখোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের দিকে তিনি রওনা দেন। সাংবাদিকদের তিনি বলেন, 'দেব-দেবীর আশীর্বাদ নিয়েই মনোনয়ন দাখিল করতে যাচ্ছি।' দেব-দেবীর কাছে 'তৃণমূল নামক অসুর শক্তিনাশের' প্রার্থনা করেন তিনি । তাঁর ব্যাখ্যা, 'তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছে। তাঁরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। তাঁরা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। '


 আরও পড়ুন, ভোটের মুখে গত ২৪ ঘণ্টায় পরপর বিস্ফোরণ বহরমপুরে, উড়ল বাড়ির চাল..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।