সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এগিয়ে আসছে ভোট। আর জমিয়ে চলছে প্রচার। সাধারণ নাগরিকদের সমর্থন পেতে দিনভর ছুটতে হচ্ছে লোকসভা কেন্দ্রের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তার মধ্যে প্রবল গরম। মাঝে মধ্যে বদলে যাচ্ছে আবহাওয়া। এই রকম আবহাওয়া পরিবর্তনের জন্য শরীর খারাপও হচ্ছে। তাই প্রার্থীদের সবরকম খেয়াল রাখা হচ্ছে শরীরের দিকেও। নিজেকে সুস্থ রাখতে নজর দিতে হচ্ছে খাওয়া-দাওয়ার দিকেও। এমনই রুটিনে (Poll Campaign) নিজেকে বেঁধেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও (Barrackpore TMC Candidate Partha Bhowmick)। দিনভর ব্যস্ততার মাঝে বাড়ির হালকা খাবারেই ভরসা রাখছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। 


আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের (Lok Sabha Election 2024) উত্তাপ। প্রচারে ঝড় তুলতে হলে, নিজেকে ফিট রাখাটা একান্ত প্রয়োজন। কী করছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক?


তাঁর দিনের শুরু হয় চা আর বিস্কুট দিয়ে। সকালের জলখাবারে (Parliament Election 2024) বেশিরভাগ দিনই থাকে থাকে রুটি, আলুভাজা। ব্যারাকপুরের মহাভারতে পার্থ বনাম অর্জুনের কঠিন লড়াই। প্রতিপক্ষকে টক্কর দিতে প্রচারের ব্যস্ততা লেগেই থাকে। বাড়িতে জলখাবার খাওয়ার সুযোগ না হলে। রুটি আলুভাজা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। পার্থ বলছেন, 'গাড়িতে রুটি তরকারি থাকে। কখনও অমলেট থাকে। প্রচারে থাকলে গাড়িতে খাবার নিয়ে বেরিয়ে পড়ি।' মাছ-মাংসে বিশেষ আসক্তি নেই পার্থ ভৌমিক। তাঁর ভাল লাগে নিরামিষ খাবার। তাই বেশিরভাগ দিনই দুপুরে নিরামিষ খাবারই খান পার্থ। তাঁর দুপুরের খাবারে থাকে, ভাত, টক ডাল, উচ্ছে, ভাজা, সবজি। পার্থ ভৌমিক বলেন, 'আমি হালকাই খাই, তেতো, ডাল তরকারি ব্যাস এই খাবারেই হয়ে যায়।' দিনভর প্রচার সেরে বাড়ি ফিরে রুটি, তরকারি দিয়েই রাতের খাওয়া সারেন তৃণমূল প্রার্থী। 


পুষ্টিবিদদের মতে, ভাতে থাকা কার্বোহাইড্রেট শক্তির জোগান দেয়।  ডালে থাকে প্রোটিন ও নানা খনিজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে ডাল। সবজিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ। এই সবের শক্তিতেই ছুটে চলেন পার্থ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সাতসকালেই হাতে টাকা কাদের? মিলবে ভাল খবর? কেমন যাবে আজ?