কলকাতা: দোরগড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (EC)। চলতি মাসের মধ্য়েই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা। এদিকে রাজ্যে এসে অনেক আগেই টার্গেট বেধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পরপরই রাজ্যে সফরে আসেন প্রধানমন্ত্রী (PM Modi)। ইতিমধ্যেই মোদি বলেছেন, 'বাংলার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে।' ঠিক এমনই এক টানটান আবহে যাবতীয় জল্পনা সরিয়ে, ১৯৫ প্রার্থীর তালিকা প্রকাশ্য়ে আনল বিজেপি।


লোকসভা ভোটে অন্যান্য রাজনৈতিক দলগুলির আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। তৃতীয় বারের জন্য বারাণসী কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী। বারাণসী থেকে তৃতীয়বার বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রথম দফায় ১৯৫ প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির। প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ। কেরলের ১২টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করা হচ্ছে। প্রথম দফায় উত্তরপ্রদেশে ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা হবে। প্রথম দফার প্রার্থীতালিকায় ২৮ জন মহিলা। 


 স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার গুজরাতের গাঁধীনগর থেকেই দাঁড়াচ্ছেন। মোটি ৩৪ জন মন্ত্রীর নাম ঠাঁই পেয়েছে প্রার্থী তালিকায়। রয়েছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। এছাড়া ২৮ জন মহিলা। ওবিসি সম্প্রদায় থেকে ৫০ ও ৫৭ বছরের নীচে ৪৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ১৯৫ জন প্রার্থীর মধ্যে অধিকাংশই রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। ৫১ জন উত্তরপ্রদেশের, ২০ জন পশ্চিমবঙ্গের এবং দিল্লির পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।


টিকিটের তালিকায় কারা ?


ত্রিপুরা থেকে টিকিট পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।


মথুরা থেকে লড়বেন হেমা মালিনি।


মধ্যপ্রদেশের গুণা থেকে টিকিট পেলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।


লখিমপুর খেরি থেকে ফের টিকিট দেওয়া হল অজয় মিশ্র টেনিকে।


লখনউ থেকে লড়বেন রাজনাথ সিংহ।


ফতেপুর থেকে টিকিট পেলেন নিরঞ্জন জ্যোতি।


অমেঠি থেকেই লড়বেন স্মৃতি ইরানি।


গোরক্ষপুর থেকে টিকিট পেলেন রবি কিষাণ।


আরও পড়ুন, নজরে শান্তিপূর্ণ নির্বাচন, আগামীকালই দিল্লি থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ






(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)