পিংলা : ভোটের আগেই সন্ত্রাস। পিংলায় বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইকে খুনের অভিযোগ ঘিরে তোলপাড়। সিবিআই তদন্তে চেয়ে কলকাতা হাইকোর্টে যাচ্ছে বিজেপি। এদিকে ঘটনায় ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারেরও তৃণমূল প্রার্থী দেবকে নিশানা করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।


লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে চড়ছে রাজনৈতিক পারদ। এবার পিংলায় (Pingla) এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রহস্য (Mysterious Death of BJP Worker) দানা বেঁধেছে। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোড়ুই। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতে দেহ উদ্ধার হয় তাঁর দেহ। ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে যান ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। সিবিআই তদন্তে চেয়ে কলকাতা হাইকোর্টে যাচ্ছে বিজেপি। যদিও মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।


নিহতের পরিবারের সদস্যকে শান্তনা দিয়ে হিরণ বলেন, "সিবিআই তদন্ত করাব আমরা। সিবিআই তদন্ত করে এখানে পুলিশ থেকে শুরু করে বড় বড় নেতা, এখানকার সাংসদ দীপক অধিকারী, তিনি খুনের চক্রান্ত করলেন। হাতে রক্ত মেখে উনি রাজনীতি করছেন। মাথায় বন্দুক ঠেকিয়ে রাজনীতি করছেন। উনি বোমা মেরে রাজনীতি করছেন। গ্রামের প্রত্যেকে একই কথা বলছেন। যতজন এই ষড়যন্ত্র করেছেন, এসপি থেকে শুরু করে আইসি-ওসি প্রত্যেকের বিরুদ্ধে আমরা সিবিআই তদন্ত চাই। সবারই কাছে প্রার্থনা করব, বাংলার মা-বোনেরা লাঠি-ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে আসুন। নাহলে এই দলদাস পুলিশকে আটকানো যাবে না। সন্দেশখালির মা-বোনেরা যেমন লাঠি-ঝাঁটা-বঁটি-কাটারি নিয়ে বেরিয়েছিল, তেমনি এই দলদাস পুলিশকে সবাই আটকান। নাহলে দলদাস পুলিশ বাংলাকে শেষ করে দেবে। প্রত্যেক মায়ের কোল ফাঁকা হয়ে যাবে।"  


যদিও বিজেপিকে পাল্টা জবাব দিয়ে পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, "প্রচারে লোকজন না পেয়ে, ইস্যু না পেয়ে বিজেপির প্রার্থী হিরণবাবুর যে মাথা খারাপ হয়ে যাবে, এত মিথ্যাচার করবেন, এটা বুঝতে পারিনি। পুলিশ তো তদন্ত করছে, দেখছে। পুলিশ তো ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টটা বের হোক না। ওরা তো কাল এফআইআর করেছে। তাতেও আমাদের কোনো রাগ নেই। যা খুশি করতে পারে। কিন্তু, দেবকে জড়িয়ে হিরণ যেসব কথাবার্ত বলছেন, প্রচুর লোক দেখে ওঁর মাথা খারাপ হয়ে গেছে। বলছেন, দেব নাকি রক্তে হাত রাঙিয়েছেন। এসব অপ্রয়োজনীয় মিথ্যাচার করলে হিরণের ভোট আরও কমবে।"