নয়াদিল্লি: প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে তামিলনাড়ুও। করবাবদ যে টাকা তুলে পাঠায় রাজ্য, তা থেকে রাজ্যকে প্রতি এক টাকায় কেন্দ্র মাত্র ২৮ পয়সা দেয় বলে দাবি রাজ্যের সরকারের। সেই নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা DMK নেতা উদয়নিধি স্ট্যালিন। নরেন্দ্র মোদিকে  '২৮ পয়সার প্রধানমন্ত্রী' বলা উচিত বলে মন্তব্য় করলেন তিনি। (Udhayanidhi Stalin)


লোকসভা নির্বাচনের আগে শাসক বনাম বিরোধী তরজা তুঙ্গে। সেই আবহেই শনিবার রামনাথপুরমে নির্বাচনী প্রচারে যান উদয়নিধি। সেখানেই মোদিকে সরাসরি কটাক্ষ করেন তিনি। জানান, বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের থেকে বেশি টাকা পায়। কিন্তু বিরোধী রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করা হচ্ছে। করের যা টাকা পাঠায় তামিলনাড়ু, তা থেকে প্রতি এক টাকায় মাত্র ২৮ পয়সাই ধরায় কেন্দ্র। (Lok Sabha Elections 2024)


উদয়নিধির বক্তব্য, "এখন থেকে মোদিকে ২৮ পয়সার প্রধানমন্ত্রী বলে ডাকা উচিত আমাদের।" কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষা নীতি এনেছে, তা তামিলনাড়ুর শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার পক্ষে যথেষ্ট। বকেয়া টাকা না দিয়ে কেন্দ্র তামিলনাড়ুর সঙ্গে বঞ্চনা করছে বলেও অভিযোগ করেন উদয়নিধি। কেন্দ্রের বঞ্চনার জন্যই উন্নয়নমূলক প্রকল্পগুলি আটকে রয়েছে। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বন্ধ করে দিয়ে রাজ্যের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করছে কেন্দ্র।


আরও পড়ুন: Arvind Kejriwal Arrest:ইডির হেফাজত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ কেজরিওয়ালের


এ প্রসঙ্গে মাদুরাই AIIMS-এর প্রসঙ্গও টানেন উদয়নিধি। জানান, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, তার পর থেকে আর একটিও ইঁট গাঁথা হয়নি। উদয়নিধি অভিযোগ করেন, শুধুমাত্র নির্বাচনের সময়ই তামিলনাড়ুতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তার পর আর বছরভর দেখা মেলে না। শুধুমাত্র নির্বাচনের সময় না এসে, বন্যার সময় প্রধানমন্ত্রী এলে উপকার হতো বলে মত তাঁর। 


আসন্ন লোকসভা নির্বাচনে আগামী ১৯ এপ্রিল একদফায় ভোটগ্রহণ। ভোটগণনা ৪ জুন। এর আগে, ২০১৯ সালে DMK নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স তামিলনাড়ুতে ৩৮টি আসনেই জয়ী হয়। ওই জোটে শামিল ছিল কংগ্রেসও। DMK একাই ২৩টি আসনে জয়ী হয়। কংগ্রেস আটটি আসনে জয়ী হয়েছিল। এবার বিজেপি বিরোধী I.N.D.I.A জোটেরও শরিক DKM. যদিও জোট কোন নীতি নিয়ে চলছে, সেই নিয়ে ধন্দ রয়েছে। আর সেই আবহেই নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ৫৪৩ লোকসভা আসনে এবার সাত দফায় নির্বাচন।