অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও সৌমেন চক্রবর্তী, ধূপগুড়ি: জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের জামানত জব্দ করার ডাক দিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। পাল্টা পুরুলিয়ার সভা থেকে সুর চড়ালেন তৃণমূলনেত্রীও। বিরোধীদের ইন্ডিয়া জোটকেও তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'এই জন্য় এই নির্বাচনে তৃণমূলকে জবাব দেওয়া খুব জরুরি। জবাব দেবেন?' পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) বলেন, 'বিজেপি কিন্তু টাকা দিয়ে, লোডশেডিং করে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে। বাংলায় লড়াই কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে।'


আর দু'সপ্তাহও বাকি নেই।তারপরই শুরু হয়ে যাবে ৭ দফার লোকসভা ভোট। তার আগেই আক্রমণ পাল্টা আক্রমণে চৈত্রের তাপ বাড়িয়ে দিচ্ছে রাজনীতির ঝাঁঝ। সৌজন্যে যুযুধান দুই পক্ষ । নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী। পাল্টা পুরুলিয়ার সভা থেকে সুর চড়ালেন তৃণমূলনেত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তৃণমূলকে জবাব দেবেন? জবাব দেবেন? কঠোরভাবে জবাব দেবেন? এক এক পোলিং বুথে এবার তৃণমূলের জামানত জব্দ হওয়া চাই। করবেন, প্রত্য়েক পোলিং বুথে? 


তৃণমূল নেত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, বিজেপি কিন্তু টাকা দিয়ে, লোডশেডিং করে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে। সেদিকে নজর রাখতে হবে। যদি আপনার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, মনে রাখবেন আপনাকে ২ টো ৩ টে করে নাম ঠিক করে রাখতে হবে। এদিন বিরোধীদের ইন্ডিয়া জোটকেও দুর্নীতি ইস্যুতে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল, বাম ও কংগ্রেস তিনজনে একসঙ্গে আছে। তৃণমূল, বাম ও কংগ্রেস পরস্পরের দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে ইন্ডিয়া জোট করেছে। আমি বলি দুর্নীতি দূর কর। ওঁরা বলে দুর্নীতগ্রস্তদের বাঁচাও। আমি বলি দুর্নীতি সরাও। ওঁরা বলে দুর্নীতগ্রস্তদের বাঁচাও। 


আরও পড়ুন, কালিম্পঙে পেট্রোলের দর কমল ১ টাকারও বড় ব্যবধানে, কলকাতায় কত ?


মমতা বলেন, 'ইন্ডিয়া অ্যালায়েন্স বাংলায় নেই। কংগ্রেসও নেই, সিপিএমও নেই। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। তৃণমূলকে যত ভোট দেবেন বিজেপি তত হারবে।' লোকসভা ভোট শুরুর ২ দিন আগে, ১৭ এপ্রিল রামনবমী। গত কয়েকদিনের মতো রবিবারও রামনবমীর দিন অশান্তির আশঙ্কার পাশাপাশি এজেন্সিকে অপব্যবহারের অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বলেন, 'মিছিল করুন, মিটিং করুন দাঙ্গা করবেন না। ১৯ তারিখে ভোট, ১৭ তারিখে দাঙ্গা করবে। রাম তো কানে কানে ঢুকিয়ে দিয়ে যায়নি যে, তোমরা দাঙ্গা কর। তারপর এনআইএকে ঢুকিয়ে দেবে।' সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে রাজনীতির ময়দানে বাগযুদ্ধের পারদ তত চড়ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।