নয়াদিল্লি : 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির...' ('Where the mind is without fear and the head is held high'), দলীয় ইস্তেহার (Congress Manifesto 2024) প্রকাশ অনুষ্ঠানে এভাবেই কবিগুরু রবীন্দ্র ঠাকুরের (Rabindranath Tagore) কবিতার লাইন উদ্ধৃত করে তাদের উপর বিশ্বাস রাখার জন্য মানুষের কাছে আবেদন করল কংগ্রেস। সঙ্গে আশ্বাস দিল, দল ক্ষমতায় এলে অবাধ 'স্বাধীনতা', দ্রুত উন্নয়ন ও সকলের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করা হবে। শুক্রবার AICC-র সদর দফতর থেকে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। তাতে একাধিক আশ্বাসের পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে, গত ১০ বছর ধরে কাজের পরিবর্তে প্রচার ও আতিশায্য দেখা গেছে বিজেপি-এনডিএ সরকারের আমলে। এই সরকারের আমলে সাংবিধানিক মূল্যবোধ পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের।


ইস্তেহারে বলা হয়েছে, "বৈষম্য বেড়েছে। সমাজের সব শ্রেণির মানুষ আজ ভয়ে বাস করেন। গত ১০ বছর যে পথ ধরে চলছে তা থেকে নিষ্পত্তি চাইছে ভারত ও ভারতবাসী। মানুষ সার্বিক উন্নয়ন, সমতা, ন্যায়বিচার, স্বাধীনতার পথে হাঁটতে চাইছে। নতুন এই রাস্তায় হাঁটতে যে নেতৃত্বের প্রয়োজন তা দেওয়ার ক্ষমতা আছে কংগ্রেসের।"  


শুধু তা-ই নয়, এপ্রসঙ্গে দেশগঠনে কংগ্রেসের অবদানের কথাও তুলে ধরা হয়েছে ইস্তেহারে। তাতে বলা হয়েছে, আপনাদের সামনেই রয়েছে ইতিহাস। কংগ্রেস স্বাধীনতা এনেছিল। গণতন্ত্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিল কংগ্রেস। ১৯৫০ ও ১৯৬০ সালে দেশের আর্থিক উন্নয়ন ত্বরাণ্বিত করেছিল কংগ্রেস। কংগ্রেস সরকার ১৯৬৫ ও ১৯৭১-এর যুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করেছিল। ১৯৯১-এ কংগ্রেস বিশাল পরিবর্তন আনে এবং অভূতপূর্ব উন্নতির যুগে প্রবেশ করে দেশ। ইতিহাসের কথা মাথায় রেখে কংগ্রেস আপনাদের কাছে আবেদন করছে আবার একবার দলের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদের অবাধ স্বাধীনতা, দ্রুত উন্নয়ন ও সকলের জন্য ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি। তাই কংগ্রেস প্রার্থীদের 'হাত' প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। ইস্তেহার শেষ করা হয়েছে এই বলে, এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সেই লাইনগুলি আমাদের স্মরণ করতে হবে, 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির...।'


আরও পড়ুন ; কর্মসংস্থান, জাতগণনা; কংগ্রেসের 'ন্যায়পত্র-ইস্তেহারে' কী কী আশ্বাস ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।