নয়াদিল্লি:  অন্তিম দফার শেষে, ইতিমধ্যেই সি ভোটার এক্সিট পোল প্রকাশ্যে এসেছে। Exit Poll এ এনডিএ-র পাল্লা ভারি হলেও, ইন্ডিয়া জোটের সরকার গড়ার বড়সড় দাবি রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Leader Mallikarjun Kharge)।


৪ জুন ভোটের ফলাফল প্রকাশ্যে আসবে। ঠিক তার আগে তিনি দাবি জানিয়ে বলেন, 'ইন্ডিয়া জোট বন্ধন, কম করে হলেও ২৯৫ টির বেশি আসন পাবে।' এদিকে এদিন পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (BJP Sameek Bhattarcharya) কটাক্ষ করে বলেন, 'দেখুন স্বপ্নের খিচুড়িতে কেউ যদি বেশি ঘি মেশাতে চান, তাহলে মেশাতে পারেন।' 


লোকসভা ভোট শেষ। অর্থাৎ রাজনৈতিক দলগুলির কর্ম করা হয়ে গেল। এবার ফলের অপেক্ষা।মঙ্গলে কার মঙ্গল কিংবা অমঙ্গল হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও ৪৮ ঘণ্টা।তবে তার আগে ইন্ডিয়া জোটের সরকার গড়ার বড়সড় দাবি করলেন মল্লিকার্জুন খাড়গে।  কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন,'কেউ বিভ্রান্ত হবেন না, ওরা যেটা বলার চেষ্টা করছেন, তার সত্যতা আমরা দেশের মানুষকে বলতে চাই। INDIA জোট কমপক্ষে ২৯৫ আসন, ২৯৫-এর বেশি আসবে, এক কম হবে না। এটা আমরা মূল্য়ায়ন করেছি।'


পাল্টা সোশাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি ভারতবাসী NDA সরকারকে পুনর্নির্বাচিত করতে রেকর্ড হারে ভোট দিয়েছে। সুবিধাবাদী INDI জোট ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরিতে ব্য়র্থ হয়েছে। তারা (INDIA জোট) জাতিবিদ্বেষী, সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত।'


 আরও পড়ুন, ডায়মন্ডহারবারে ভোট বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর


 শুভেন্দু অধিকারী বলেন, আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে। আমরা ৩০টি পদ্ম চাই মানে ৩০ জন MP চাই। তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলার মানুষকে আমরা এই জঙ্গলরাজ থেকে এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদের যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারব, ৩০টা পদ্ম চাই। আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে আমরা বেশি থাকব। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ।'


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।