দার্জিলিং: আজ দ্বিতীয় দফায় লোকসভার ভোট। রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্র ভোট গ্রহণ (Lok Sabha Election 2024) । রায়গঞ্জ, বালুরঘাটের পাশাপাশি আজ দ্বিতীয় দফায় পাহাড়েও চলছে লোকসভার ভোট গ্রহণ। প্রথম দু'ঘণ্টায় দার্জিলিং, রায়গঞ্জে ভোটদানের হার ১৬ শতাংশ। বালুরঘাটে সকাল ৯ পর্যন্ত ভোটদানের হার ১৫ শতাংশ। 


ভোটের শতাংশ কোথায় কত ?


 সকাল ৯ অবধি ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। দার্জিলিঙে ভোট পড়েছে ১৫.৭৪ শতাংশ। রায়গঞ্জে ১৬.৪৬ শতাংশ ভোট পড়েছে প্রথম দুই ঘণ্টায়। বালুরঘাটে ভোট পড়েছে ১৪.৭৪ শতাংশ। শেষ অবধি পাওয়া খবরে, দুপুর ১ পর্যন্ত, ৪৭.২৯ শতাংশ ভোট পড়েছে। দার্জিলিঙে ভোট পড়ে  ৪৯.০৯ শতাংশ। রায়গঞ্জে ৪৭.৫৬ শতাংশ। দুপুর ১ পর্যন্ত, বালুরঘাটে ৪৪.৯৩ শতাংশ ভোট পড়ে।


রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ


আজ দ্বিতীয় দফায় লোকসভার ভোট। রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আরএসপির জয়দেব সিদ্ধান্তের মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেজিতে সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ আরএসপির বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন।


আরও পড়ুন, নিশানায় বাহিনী, ভোট শুরুর ১ ঘণ্টাতেই কমিশনে ৬০টি অভিযোগ দায়ের TMC-র


ভোট গ্রহণ চলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। এখানে লড়াই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের মধ্য়ে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ৬০ হাজার ৫৯৩ ভোটে হারিয়েছিলেন। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৩০টি। স্পর্শকাতর বুথ ২১০টি। রায়গঞ্জে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।


 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।