কলকাতা : ২৬ এপ্রিল আজ। লোকসভা ভোটের দ্বিতীয় দফা। ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে শুক্রবার ভোট । এর আগে এই পর্বে ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বেতুলে তৃতীয় পর্যায়ে ভোট হবে ৭ মে। পশ্চিমবঙ্গে শুক্রবার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট হচ্ছে । সুরক্ষায় রয়েছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ১৩ হাজার রাজ্য পুলিশ। সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে দার্জিলিঙে। সেই সঙ্গে ভোট হচ্ছে -
- কেরলের ২০টি আসনেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অর্থাৎ সবকটি আসনেই নির্বাচন ।
- কর্ণাটকের ১৪টি
- রাজস্থানের ১৩টি
- উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮ টি
- মধ্যপ্রদেশের ৭ টি
- অসম ও বিহারের পাঁচটি
- পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে তিনটি করে আসনের নির্বাচন
- জম্মু ও কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরায় একটি করে আসনে ভোট।
এই পর্যায়ে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর , তিরুঅনন্তপুরম থেকে কংগ্রেসের শশী তারুর, বিজেপি প্রার্থী অভিনেত্রী হেমা মালিনী, বিজেপি প্রার্থী অভিনেতা অরুণ গোভিল। আজ জনতা ভাগ্য স্থির করবে বিজেপি নেতা তেজস্বী সূর্যর , লোকসভার স্পিকার ওম বিড়লার, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন, কেসি ভেনুগোপাল, ভূপেশ বাঘেল এবং অশোক গহলৌতের ছেলে বৈভব গহলৌত। বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব পূর্ণিয়ায় লড়ছেন নির্দল হিসাবে। সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ১২০২ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা চলছে। এঁদের মধ্যে ১০২ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তি রয়েছেন। আজ যে ৮৮ টি আসনে ভোট চলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ এর মধ্যে ৫৬ টিতে জয় পেয়েছিল।
লোকসভা নির্বাচনে মোট ৫৪৩ টি আসনের জন্য সাত ধাপে ভোট হবে। শেষ পর্যায়ের ভোট হবে ১ জুন। এবার নরেন্দ্র মোদি এনডিএ-র সামনে রেখেছে ৪০০ আসনের টার্গেট। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হবে ৭ মে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।