কলকাতা: দেশজুড়ে চলছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এহেন পরিস্থিতির মাঝেই রাজ্যপালের (West Bengal Governor CV Ananda Bose) বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ ( Molestation) তুলেছেন  রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। এদিকে এই ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) । এরপর পরই তাঁর বিরুদ্ধে অসংসদীয় মন্তব্যের অভিযোগ উঠেছে। রাজভবন সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।'


'রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকায় নিষেধাজ্ঞা জারি'


রাজভবন সূত্রে খবর, 'রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।জ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অনুষ্ঠান বয়কট রাজভবনের। রাজভবনের কলকাতা, দার্জিলিং ও ব্যারাকপুর পরিসরে প্রবেশ করতে পারবেন না চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচনের সময় রাজভবন চত্বরেও পুলিশের ঢোকাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।'


 রাজ্যপাল নারীর অপমান করছেন :চন্দ্রিমা ভট্টাচার্য


মূলত পূর্ব নির্ধারিত সফর সূচি অনুযায়ী এদিনই রাজভবনে এসে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। তিনি পৌঁছনোর আগেই এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,   প্রধানমন্ত্রী মোদির আগামীকাল নাকি তিনটে সভা আছে। কোথায় থাকবেন ? রাজভবনে থাকবেন। রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে। তার আগে একী কাণ্ড ! রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দিতে গিয়েছেন একজন মহিলা। রাজ্যপালের বিরুদ্ধে সে নির্যাতনের অভিযোগ তুলেছেন। এ কী ধরণের ঘটনা ঘটছে ? রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন। অসম্মান করছেন । তাও বাংলার মাটিতে !'


আমার সম্মানহানী করে যদি কেউ নির্বাচনী ফায়দা নিতে চায়, ইশ্বর তাঁদের মঙ্গল করুক : রাজ্যপাল 


যদিও রাজ্যপাল প্রতিক্রিয়ায় জানিয়েছেন,' সত্যের জয় হবেই। বানানো বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই।  আমার সম্মানহানী করে যদি কেউ নির্বাচনী ফায়দা নিতে চায়, ইশ্বর তাঁদের মঙ্গল করুক। কিন্তু বাংলায় সন্ত্রাস ও দুর্নীতির আমার লড়াই তাঁরা কোনওভাবেই থামাতে পারবে না', শ্লীলতাহানির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের (WB Governor CV Ananda Bose)।  


আরও পড়ুন, 'আমার সম্মানহানী করে..', শ্লীলতাহানির অভিযোগে কী প্রতিক্রিয়া রাজ্যপালের ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)