হুগলি: হুগলির পাণ্ডুয়ায় বিস্ফোরণের ঘটনা এনআইএ (NIA) তদন্তের দাবি তুললেন এবার, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Hooghly BJP Candidate Locket Chatterjee)। মূলত পাণ্ডুয়ায় অভিষেকের সভার (Abhishek Banerjee's Rally) দিনেই বোমা ফেটে মৃত্যু হয়েছে ১ কিশোরের। বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে ১ কিশোরের। বিস্ফোরণে গুরুতর জখম আরও ১ কিশোর। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার পর এদিন পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। জিটি রোধ অবরোধ করেন লকেট চট্টোপাধ্যায়।
এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, আমি ঢুকতে গেলাম, বলল ওদিকে যাবেন না।আরও বোম থাকতে পারে, তাহলে বোম স্কোয়াড কোথায় ? দু ঘণ্টা আগে থেকে বলছে যে বোম স্কোয়াড এসে গিয়েছে, কিন্তু বোম স্কোয়াড আসেনি। আদৌ বোম স্কোয়াড আসবে ? এদের কোনও বিশ্বাস নেই। এনআইএ তদন্ত হবে। কোথা থেকে এই বোমা এল, কোথায় বোম বাধা হচ্ছিল ? মুখ্যমন্ত্রী বলছেন, সব বাজেয়াপ্ত করা হচ্ছে। সন্দেশখালিতে অস্ত্রের ভাণ্ডার পাওয়া গেল, এদিকে বোমের ভাণ্ডার তৈরি হচ্ছে পাণ্ডুয়াতে । আশেপাশে বোম ছড়িয়ে আছে এখানে। তিনি জানান ওই স্থানের মন্দিরে দু দিন আগে এসেই পুজো দিয়ে গিয়েছেন।আমি ভাবতেই পারিনি যে এখানে এমন কাজ হয় ! '
আরও পড়ুন, TMC প্রার্থী শতাব্দীকে দেখতেই ‘চোর ধরো..’ স্লোগান BJP-র, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
এদিকে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট চলতি মাসের ২০ তারিখ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, 'গত ১৪ মাসে বোমা বিস্ফোরণে এই নিয়ে ৯ জন কিশোর বা শিশু মারা গিয়েছে।কেউ বল ভেবে খেলতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে মারা গিয়েছে।শৌচাগারে গিয়ে মারা গিয়েছে। জঙ্গলে পা পড়ে বিস্ফোরণ হয়েছে, সেখানে মারা গিয়েছে।আমরা কোন রাজ্য বসবাস করছি ? বারুদের স্তূপের উপর পশ্চিমবঙ্গ। কারণ যে রাজনৈতিক দলটিকে দুভার্গ্যবশত তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, তাঁদের রাজনীতির ভিতটাই বোমা, হিংসা,সন্ত্রাস, দখলদারি। আজকে তাঁদের কারণে গোটা পশ্চিমবঙ্গে এই অবস্থা তৈরি হয়েছে। বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত অফিসারদের ছুটি বাতিল করে দিয়ে, ১৫ দিন সময় দিলাম, সমস্ত অস্ত্র উদ্ধার করো।আর তারপরে কতগুলি বিস্ফোরণ পশ্চিমবঙ্গে হয়েছে ?!'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।