বীরভূম: ১৩ মে বীরভূম লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন শতাব্দী রায় (Birbhum TMC Candidate Satabdi Roy)। অতীতে একাধিকবার নিজের কেন্দ্রে ভোট চাইতে গিয়ে বেকায়দায় পড়েছেন। প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন একাধিক বার। তবে সম্প্রতি একটি প্রচারে গিয়ে ব্যতিক্রমী দৃশ্য প্রকাশ্য আসে। সিনেমার ডায়লোগ বলতে অনুরোধ করে এক ভক্ত। উত্তরে তিনি বলেন, সিনেমার ডায়লোগ শুনতে চাইলে পানীয় জলের দাবি জানাতে পারবে না। যদিও এই অবধি সব ঠিকই ছিল। মাস পড়তেই ফের বেকায়দায় পড়লেন তিনি। এবার প্রচারে শতাব্দী রায়কে দেখে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। ভাইরাল ভিডিও ঘিরে (Viral Video)শোরগোল।
TMC প্রার্থী শতাব্দীকে দেখতেই ‘চোর ধরো..’ স্লোগান BJP-র
গতকাল সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারে যান বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ডাঙালপাড়া দিয়ে যাওয়ার সময়, শতাব্দীকে দেখে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গ ত, এটা শুধু বীরভূমের দৃশ্য নয়, রাজ্যের জেলায় জেলায় এই দৃশ্য দেখা যাচ্ছে। তফাৎ শুধু স্লোগানে। কোথাও কলকাতা বিমানবন্দরে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে দেখলে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। কোথাও দেবাংশুকে দেখে বিরূপ মন্তব্য। তবে এই স্লোগানও একতরফা নয়। তোপ আসছে তৃণমূলের তরফেও। এবার কথা হচ্ছে স্লোগান-স্লেজিং পেরিয়ে কে হাসবে শেষ হাসি, তা জুন মাসেই জানা যাবে।
আরও পড়ুন, নজরকাড়া সাফল্য ICSE-তে, রাজ্যে পাসের হার ৯৯.২২ শতাংশ..
অতীতেও ক্ষোভের মুখে পড়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী
সম্প্রতি বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় মহম্মদবাজারের পর সাঁইথিয়ায় প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী। সাঁইথিয়া ব্লকের বাতাসপুর গ্রামে তাঁর কনভয় ঢুকতেই এগিয়ে আসেন অপেক্ষারত গ্রামবাসীরা। তাঁকে দেখে উপচে পড়ে মানুষের উচ্ছ্বাস। গাড়ি থেকে নেমে আসতেই এগিয়ে আসেন এক এক করে গ্রামবাসীরা। বিদায়ী সাংসদকে দেখেই শুরু করেন নিজেদের অভাব অভিযোগের কথা বলতে। শতাব্দী রায় প্রচারে যান সাঁইথিয়া ব্লকের হাতোরা গ্রামেও। সেখানেও তাঁকে দেখে অভিযোগ জানান গ্রামের একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।