রাঁচি: মঞ্চের উপর সারি সারি চেয়ার পাতা। তাতে নাম লেখা এক একজন নেতার। সেখানেই দেখা গেল ২টি চেয়ার। সেখানে একটির উপর লেখা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। আর একটি চেয়ারের উপর লেখা ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নাম। ২ জনেই এখন দুর্নীতির অভিযোগে জেলবন্দি। কিন্তু রবিবার রাঁচিতে I.N.D.I.A- ব্লকের সভামঞ্চে তাঁদের জন্য রাখা থাকল চেয়ার। সভামঞ্চে ছিলেন ওই দুজনের স্ত্রী। PTI-সূত্রের খবর, বক্তব্য়ও রেখেছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। 


ঝাড়খণ্ডের রাঁচিতে- JMM বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আয়োজনে রবিবার হল 'উলগুলান ন্যায় মহাব়্যালি'- সেখানে হেমন্ত সোরেনের মুখোশ পরে হাজির ছিলেন জেএমএম-এর বহু কর্মী-সমর্থক। রাঁচিতে প্রভাত টাটা ময়দানে ২৮টি দলের বিরোধী জোটের মিছিল ছিল এদিন।


 



৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। আর্থিক তছরুপ অভিযোগের মামলায় জমি কেলেঙ্কারির অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। ওই একই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২১ মার্চ গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালকেও। দিল্লি আবগারি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।   


PTI সূত্রের খবর, এদিন রাঁচিতে বিরোধী জোটের কর্মী-সমর্থকদের তুমুল ভিড় হয়েছিল। রাঁচিতে এই সভার মূল আয়োজক JMM হওয়ায় প্রবল ভিড় জমিয়েছিলেন ওই দলের সমর্থকরা। সভার ভিড় থেকে টানা স্লোগান ওঠে হেমন্ত সোরেনের সমর্থনে। ঝাড়খণ্ড মাথা ঝোঁকাবে না- এমন স্লোগানও শোনা গিয়েছে। চাঁদিফাটা গরম সয়েও জমেছিল সমর্থকদের ভিড়।


উপস্থিত বিরোধী জোটের মুখরা:
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সোরেন, ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুখ আবদুল্লা, আরজেডি নেতা ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান-সহ অনেকেই। 


এদিন সুরও কাটে সভার:
রাঁচিতে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে সভায় হাতাহাতির ঘটনা ঘটল। ইন্ডিয়া জোটের সমর্থকদের সংঘর্ষ, ঝরল রক্ত। ছাতরার প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের একাংশের। ভোটের আগে সংঘর্ষে জড়ালেন ইন্ডিয়া জোটেরই কর্মী-সমর্থকদের একাংশ সংঘর্ষে মাথা ফাটল কয়েকজনের। 'যারা শরিক দলগুলিকে ঐক্যবদ্ধ করতে পারে না, তারা দেশকে ঐক্যবদ্ধ করবে কী করে?' ইন্ডিয়া জোটকে কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'ভর্তুকিতে শিক্ষা পেয়েছি, দেশকে ফেরানোটাও দায়িত্ব', বললেন UPSC-সফল গৌতম