যাদবপুর: খড়দার পর যাদবপুর। ফের তৃণমূলের বাধার মুখে পড়লেন সিপিএম প্রার্থী। পঞ্চসায়রের শহীদ নগরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Jadavpur CPM Candidate Srijan Bhattacharya) প্রচার ঘিরে উত্তেজনা। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ১০৯ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয়। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।


বাম প্রার্থী সৃজনের ভোটের প্রচারে 'বাধা',  ইটবৃষ্টি


এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে সৃজন ভট্টাচার্যর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। এভাবে বামেদের রুখতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল খড়দায় প্রচারে গিয়ে তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে পড়েন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। খড়দা থানার সামনে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্য়ে হাতাহাতি বেধে যায়।


 পুলিশ কী প্রশ্রয় দিচ্ছে ? এটা তৃণমূলের পরাজয়ের লক্ষণ : সুজন


এদিকে সম্প্রতি বাধার মুখে পড়েন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন সৃজনের প্রচারে বাধার ইস্যুতে সুজন বলেন, এখন বুঝতে পারছে যে, লাল ঝাণ্ডা যেভাবে উঠছে এবং মানুষের বিশ্বাস-ভরসা আদায় করছে, তাতে ভয় পেয়ে গিয়েছে। গতকালও বিভিন্ন জায়গাতে চেষ্টা করেছে বাধা দেওয়ার, পারেনি, বলেই দাবি বর্ষীয়ান বাম নেতার। তিনি এই ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্য পুলিশকে। সুজনের কথায়, প্রত্যেক প্রার্থীর প্রচারের অধিকার রয়েছে। পঞ্চশায়রে কী ঘটল এমন ঘটনা, কী করছে পুলিশ, পুলিশ কী প্রশ্রয় দিচ্ছে ? বলে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেন, এটা নিশ্চিত বুঝে রাখুন, এটা তৃণমূলের পরাজয়ের লক্ষণ।' উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রে ১ জুন ভোট। বলাইবাহুল্য এটি বাংলার অন্যতম হেভিওয়েট কেন্দ্র। এই কেন্দ্রে সৃজনের বিপরীতে তৃণমূলের তরফে প্রার্থী পদে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। 


আরও পড়ুন, মঙ্গলে পেট্রোল সস্তা এই শহরগুলিতে, আজ কলকাতায় জ্বালানি কত ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।