কলকাতা: শেষ দফার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024 Phase 7) ঠিক আগে ফের পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের স্মৃতি ফিরছে পশ্চিমবঙ্গে (West Bengal)। ভাঙড়ে তৃণমূল-আইএসএফ (TMC-ISF) সংঘর্ষে বোমা ও গুলিতে পাঁচ জনের জখম হওয়ার খবর ছড়িয়ে পড়ার মাঝেই যাদবপুরের গাঙ্গুলি বাগানের রবীন্দ্র পল্লিতে সিপিএমের (CPI(M)) পোলিং এজেন্টের স্বামীকে বেধড়ক মারধর ও ফর্ম কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। পুলিশ ও তৃণমূলের স্থানীয় কাউন্সিলারের মদতে তাদের দলের পোলিং এজেন্টের স্বামী সহ বেশ কয়েকজন প্রবীণ দলীয় কর্মীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বাম শিবিরের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী-সমর্থকরা।


স্থানীয় সিপিএম কর্মীদের অভিযোগ, পাটুলি থানার ওসি ও স্থানীয় তৃণমূল কাউন্সিলারের মদতে ৭২ বছর বয়সী ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধা সহ বেশ কয়েকজন প্রবীণ মানুষের উপর হামলা চালিয়েছে ঘাসফুল শিবিরের লোকেরা। প্রবীণ বাম কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় জড়িত রয়েছে সঞ্জীবন ঘোষ সহ বেশ কয়েকজন। 


আরও পড়ুন: Loksabha Election 2024: শেষ দফার ভোটে আরও কড়াকড়ি, নজরদারি জোরদার করল কমিশন


এপ্রসঙ্গে ওই এলাকার সিপিএমের পোলিং এজেন্ট অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরেই তাঁকে হুমকি দিচ্ছিল তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী। পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাঁর বাড়ির সামনেই স্বামীকে বেধড়ক মারধর করে ফর্ম কেড়ে নেয় তৃণমূলের তিনজন দুষ্কৃতী। ঘটনাটির প্রতিবাদ জানাতে গেলে ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধা সহ আরও দুজন সিপিএম কর্মীকেও মারধর করা হয়। এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তদের ধরতে পারেনি।


এই বিষয়ে অভিযোগ জানানোর দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে গেলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় সিপিএম কর্মী ও সমর্থকরা। বিষয়টি নিয়ে উত্তেজনাও তৈরি হয়। যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকেও দেখা যায় পুলিশ আধিকারিকদের এই বিষয়ে প্রতিবাদ জানাতে। পরে পুলিশের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: PM Modi viral Picture: ৩৩ বছর আগেও বিবেকানন্দ রকে মোদি, ১৯৯১ সালের ছবি হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়