সৌরভ বন্দ্যোপাধ্যায়, পোলবা : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রচারের ঝাঁঝ। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে রাজি নন। চুটিয়ে প্রচার করছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatter। প্রতিদিনই তিনি পৌঁছে যাচ্ছেন নিত্যনতুন এলাকায়। আজ তিনি ভোট প্রচারে যান পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায়। সেখানে গ্রামের মানুষের সঙ্গে জন সংযোগ সারেন তিনি। রাজহাট এলাকায় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী।


এই সময় রাজহাট ওলাবিবি তলায় অনুষ্ঠিত হয় রান্না পুজো উৎসব। বহু প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। সেখানে জমায়েত হয় বহু মানুষের। রীতি অনুযায়ী, গ্রামের মানুষ এদিন ওলাবিবি তলার পাশের বাগানে রান্না করেন এবং সেখানেই খাওয়া দাওয়া করেন। ওলাবিবি তলা থেকে প্রার্থনা করে বেরিয়ে সেখানেই গ্রামের মানুষের সঙ্গে রান্নায় হাত লাগান লকেট। সেখানে লকেটকে দেখতে ভিড় জমে যায়। ছেলে-মেয়েদের আবদারে তাদের সঙ্গে সেলফি তোলেন বিজেপির তারকা প্রার্থী।


এদিন চন্দননগরের বোড়াইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে ও পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়।বিনদুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার ও উর্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন তিনি। 


গত পরশু তথা রবিবাসরায়ী প্রচারে চন্দননগর বিধানসভার অন্তর্গত মানকুণ্ডু স্টেশন সংলগ্ন শীতলা মায়ের পুজোয় উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সারেন প্রণামও। পাশাপাশি সেখান থেকে কিছুটা দূরে মানকুণ্ডু পশ্চিমপাড়া এলাকায় শীতলা মাতার মন্দিরেও উপস্থিত হন সাংসদ। সেখানেও শীতলা মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। মন্দিরে ফুল ও মিষ্টি দিয়ে পুজো দেন লকেট। পুজো দেওয়ার পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকা ও স্টেশন রোড এলাকায় জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী। পথচলতি মানুষ, দোকানদার, টোটো চালক, টোটো যাত্রীদের সঙ্গে হাতে মিলিয়ে জনসংযোগ করেন।


মন্দির চত্বরে অগণিত ভক্তের সঙ্গে হাত মেলান লকেট। পাল্টা ফুলের তোড়া দিয়ে বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানান অনেকে। এক প্রবীণ ব্যক্তিকে লকেট চট্টোপাধ্যায়ের মাথায় হাত দিয়ে আর্শীবাদ করতে দেখা যায় যায় মানকুণ্ডু এলাকায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে