সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময়ে জড়ালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ( Midnapore BJP Candidate Agnimitra paul )। থানায় বসেই দিলেন পুলিশকে হুঁশিয়ারি। ভিডিও ভাইরাল হতেই শুরু হল বিতর্ক।
'আপনি আমাকে ধন্য় করছেন না, আপনি আপনার কাজ করছেন, FIR রিসিভ করুন'
মেদিনীপুর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন,'আপনি আমাকে ধন্য় করছেন না। ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। FIR রিসিভ করুন। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। একজন বিধায়িকা এসে অভিযোগ করছে, অভিযোগ নিচ্ছে না এই পুলিশ অফিসার। বলছে আমি অভিযোগ নিতে পারব না। কেন নিতে পারবেন না? '
থানার সামনেই বসে যান ধর্না দিতে থানার সামনে IC-র সঙ্গেও বচসায় জড়ান অগ্নিমিত্রা
থানার ভেতর বসে রয়েছেন ডিউটি অফিসার। তাঁকে ঘিরে রয়েছেন বিজেপি নেতা-কর্মীরা।আর সামনের চেয়ারে বসে, বুধবার এইভাবেই হুঁশিয়ারি দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে হুঁশিয়ারির পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বুধবার এই বচসার পর কোতোয়ালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। থানার সামনেই বসে যান ধর্না দিতে থানার সামনে IC-র সঙ্গেও বচসায় জড়ান অগ্নিমিত্রা।
বিতর্কের সূত্রপাত কোথা থেকে?
কিন্তু, বিতর্কের সূত্রপাত কোথা থেকে? বিজেপির দাবি, ১৫ তারিখ মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রচার সভা থেকে রামনবমী নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেছেন। তার বিরোধিতা করে বুধবার মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় FIR করেতে যান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। IC না থাকায় অপেক্ষা করতে বলা হয় তাঁদের। বিজেপির অভিযোগ FIR নিতে টালবাহানা করেন থানার ডিউটি অফিসার।
'আগামী দিনেও কী করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে'
বিজেপির দাবি, কোতোয়ালি থানার IC আসার পর গৃহীত হয় অভিযোগপত্র।অগ্নিমিত্রা পাল বলেন,'আপনারা তো অভিযোগপত্র নেন না। আর আজকে আন্দোলন করে রিসিভ করেছে। এর আগামী দিনেও কী করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে।' পিংলা তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন,'কোতোয়ালি থানার এলাকায় মুখ্য়মন্ত্রী কিছু বলেনি। হাইলাইট হতে এসব করছে।'আধ ঘণ্টা পর শান্ত হয় পরিস্থিতি।
আরও পড়ুন, রামনবমীর মিছিলে পাশাপাশি হেঁটেও কাটল তাল, সৌজন্য শেষে সংঘাতে TMC-BJP নেতারা
গত বছর জুলাই মাসেও পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন অগ্নিমিত্রা পাল।পশ্চিম বর্ধমানের (West Burdwan) পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে (BJP Candidate) মারধরের অভিযোগ উঠেছিল সেবার। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন অগ্নিমিত্রা পাল।