বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ২৫ মে মেদিনীপুরে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এদিকে ভোটের ঠিক আগে মেদিনীপুরের একের পর এক নেতার বাড়িতে পুলিশি হানা (Police Raid)। এবার গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। খড়গপুর সদরে বিজেপির ২ নম্বর মণ্ডলের সভাপতি তারকেশ্বর রাও-কে গ্রেফতার করল পুলিশ। মাঝরাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গ্রেফতার করে পুলিশ, দাবি তারকেশ্বরের পরিবারের। দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার, পুলিশের। 


মাঝরাতে দরজা ভেঙে গ্রেফতার BJP-র মণ্ডল সভাপতি


 গতরাত সাড়ে বারোটা নাগাদ বিজেপির খড়গপুর সদর ২ নম্বর মণ্ডল কমিটির সভাপতি তারকেশ্বর রাওকে তাঁর বাড়িতে ঢুকে গ্রেফতার করে পুলিশ। তারকেশ্বর রাওয়ের দিদি শুভঙ্করী মঞ্জু জানান, রাত সাড়ে বারোটা নাগাদ পুলিশ তাদের খড়গপুর শহরের ছ নম্বর ওয়ার্ডের মাঠপাড়াস্থিত বাড়িতে আসে। তাঁরা তারকেশ্বর বাড়িতে আছে কিনা জানতে চায়। পুলিশকে সকালে আসার কথা বললে তারা প্রথমে পাঁচিল টপকে, পরে দরজা ভেঙে বাড়ির উঠোনে ঢোকে। এরপর ঘরের দরজা ভেঙে তারা ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং তারকেশ্বর রাওকে নিয়ে পুলিশ বেরিয়ে যায়।


এটাই মমতার কি ভালো কাজের নমুনা ? প্রশ্ন BJP-র মণ্ডল সভাপতির দিদির


কেন তারকেশ্বরকে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পুলিশ পরিবারের সদস্যদের কিছুই জানায়নি। শুভঙ্করী জানিয়েছেন, 'আমরা বাড়িতে দুজন মহিলা। আমার বৃদ্ধা মা অসুস্থ। তাই পুলিশকে সকালে আসতে বলেছিলাম। কিন্তু পুলিশ কোন কথা না শুনেই দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এবং আমার ভাইকে নিয়ে চলে যান। পুলিশ এসেছিল না গুন্ডা এসেছিল কিছু বোঝা যায়নি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভাল কাজ করছেন, তাহলে এটাই কি ভালো কাজের নমুনা ? যেভাবে আমার ভাইকে ধরে নিয়েই আছে, মনে হল না পুলিশ নিয়ে গেছে। মনে হচ্ছে গুন্ডারা এসে আমার ভাইকে ধরে নিয়ে গেল। পুলিশকে কী কেউ বিশ্বাস করবে ? ১০-১৫ জন পুলিশ এসেছিল। আমার ভাই বিজেপি দল করে।' 


আরও পড়ুন, বসিরহাটের TMC প্রার্থীর সমর্থনে নেমে তৃণমূলেরই সংঘর্ষ ! উত্তপ্ত হাড়োয়া


দরজা ভাঙার কোনও ঘটনা ঘটেনি : খড়গপুর টাউন থানার পুলিশ


অপরদিকে, খড়গপুর টাউন থানার পুলিশ সূত্রে জানা  হয়েছে, দরজা ভাঙার কোনও ঘটনা ঘটেনি। 'আমরা গ্রেফতার করতে গিয়েছিলাম বাড়ির লোকেরা দরজা খুলে দিয়েছে', দাবি পুলিশের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।