সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট। বলাইবাহুল্য এবারের ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র বসিরহাট। গতকাল দুপুরে সভাও করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ঠিক এমন এক টানটান ভোটের আবহে ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হল উত্তর ২৪ পরগনার হাড়োয়া। বসিরহাট লোকসভা কেন্দ্রের  তৃণমূল প্রার্থীর (Basirhat TMC Candidate Nurul Islam) সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘর্ষ হাড়োয়ায়। হাড়োয়ায় মিছিল নিয়ে তৃণমূল বনাম তৃণমূল ! সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাজি নুরুলের সমর্থনে আদি-নব্যের জোড়া মিছিল, মুখোমুখি হতেই হামলা। আদি-নব্যের সংঘাতে লাঠি-বাঁশ-ইট নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ।


বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়ার আটপুকুরে মঙ্গলবার বিকেলে তৃণমূলের দুটি প্রচারের মিছিল বের হয়। আটপুকুর এলাকা থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে। অপরদিকে বিহারি এলাকা থেকে একটি নব্য তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিল বের করে। দুটি মিছিল বিহারি এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ হয়। আদি তৃণমূলের কর্মী সমর্থকরা নব্য তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। লাঠি সোটা বাঁশ ইট-পাটকেল দিয়ে হামলা চালায়।  ঘটনায় প্রায় আট জন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় হাড়োয়া থানার পুলিশ।


আরও পড়ুন, আজ ১০০-এর নিচে পেট্রোল এই শহরগুলিতে, রাজ্যের কোন জেলায় সস্তা জ্বালানি ?


তবে গোষ্ঠীদ্বন্দ্বর ইস্যুটি নতুন নয়। আরও একাধিক জায়গায় তা প্রকাশ্যে এসেছে। শুধু শাসকদলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বই নয়, বিজেপির অন্তদ্বন্দ্বও তুলেছে বিতর্ক। তবে একটু ফিরে তাঁকালে, লোকসভা ভোটের বছরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের সংখ্যাটাই সবথেকে বেশি । সম্প্রতি ২ প্রবীণ নাগরিকের ভোট ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলেঘাটার সরকার বাজার এলাকা। ঝরেছিল রক্ত। বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল বিজেপি। ভোটের আগেই রক্ত ঝরেছিলল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পূজালিতে। বন্দুকের বাঁট দিয়ে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছিল শাসকদল। অন্যদিকে, জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছিলেন উভয়পক্ষের ২ জন। ঘটনায় ২ বিজেপি কর্মী গ্রেফতার করেছিল পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে..