কলকাতা: মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে যা তথ্য দিয়েছেন তিনি। তাতে দেখা যাচ্ছে তাঁর হাতে নগদ রয়েছে মাত্র আড়াই হাজার টাকা। আর ব্যাঙ্কে সব মিলিয়ে রয়েছে ৩২ হাজার টাকার মতো। গাড়ি-জমি-বাড়ি এসব কিছুই নেই সিপিএম প্রার্থীর। অন্যদিকে তাঁর স্ত্রী- যিনি পেশায় চিকিৎসক। তাঁর সম্পত্তির পরিমাণ কোটিরও বেশি। প্রার্থীর নাম মহম্মদ সেলিম।


হাতে নগদ মাত্র আড়াই হাজার। ব্যাঙ্কে আছে হাজার বত্রিশেক। জমি-বাড়ি-গাড়ি কিছুই নেই সিপিএম প্রার্থীর। কিন্তু সব কিছুই আছে চিকিৎসক স্ত্রীর। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ কোটি পার। আজকের আয়-ব্যয়ে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সম্পত্তির খতিয়ান।


সিপিএমের রাজ্য সম্পাদক থাকাকালীন সূর্যকান্ত মিশ্র বিধানসভা ভোটে লড়াই করেছিলেন নারায়ণগড় আসন থেকে। আর এই প্রথম রাজ্য সম্পাদক পদে থাকাকালীন সংসদীয় রাজনীতিতে লড়াই করছেন সিপিএমের রাজ্য সম্পাদক। মুর্শিদাবাদ আসন থেকে কংগ্রেসের সমর্থনে বাম প্রার্থী তিনি। ১৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন মহম্মদ সেলিম। তখনই নির্বাচন কমিশনের কাছে নিজের আয়-ব্যয়ের হিসেব দিয়েছেন সেলিম। কী হয়েছে সেই হলফনামায়?


হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ সালে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম মোট আয় করেছেন ৪ লক্ষ ১৫ হাজার ৫৮০ টাকা। সেখানে তাঁর স্ত্রী আয় করেছেন প্রায় ৫ গুণ। ১৯ লক্ষ ৮ হাজার ৬১০ টাকা। মনোনয়ন পেশের সময় মহম্মদ সেলিমের হাতে নগদ ছিল ২ হাজার ৫০০ টাকা। তাঁর স্ত্রীর হাতে হাতে নগদ ছিল, ৬ হাজার ৫০০ টাকা। হলফনামা অনুযায়ী সিপিএম প্রার্থীর ব্যাঙ্ক ব্যালেন্স ৩২ হাজার ৬২৮ টাকা। স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে ১৬ লক্ষ ১৩ হাজার ৪৪৩ টাকা।


শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্পে সেলিমের সঞ্চয় ৪৭ লক্ষ ৪৯ হাজার ৮৫০ টাকা৷ স্ত্রীর সঞ্চয়ের অঙ্ক ২৯ লক্ষ ৮৩ হাজার ৮১৩ টাকা। সিপিএম প্রার্থীর জীবন বিমার অঙ্ক ৪২ হাজার ৪০৭ টাকা। স্ত্রীর নামে পলিসি আছে ৩ লক্ষ ৯৪ হাজার ৮০০ টাকার। সিপিএম প্রার্থীর কোনও গাড়ি নেই। তবে ২টি গাড়ি আছে স্ত্রীর নামে। যার দাম ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।


মহম্মদ সেলিমের নামে সোনা আছে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের। স্ত্রীর গয়নাগাটি আছে যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকার। সব মিলিয়ে সিপিএম প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৩৪ হাজার ৮৮৫ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৫ লক্ষ ৯৮ হাজার ৫৫৬ টাকা। 


হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন মহম্মদ সেলিম। সিপিএম প্রার্থী জানিয়েছেন, তাঁর ও স্ত্রীর নামে কোনও কৃষি বা অকৃষি জমি নেই। সল্টলেক ও শিলিগুড়িতে স্ত্রীর নামে রয়েছে ২টি ফ্ল্যাট। এখন বর্তমান বাজার মূল্য ২৬ লক্ষ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে সিপিএম প্রার্থীর অস্থাবর  সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৩৪ হাজার ৮৮৫ টাকা। প্রার্থীর স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে ৯২ লক্ষ ৬৮ হাজার ৫৫৬ টাকার। সব মিলিয়ে দম্পতির স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ৩ হাজার ৪৪১ টাকা। হলফনামায় সেলিম জানিয়েছেন, তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। তবে কোনও মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?