কলকাতা: হাতে নগদ ৫০ হাজার, ব্যাঙ্কে আছে সাড়ে ১২ লাখ। স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। আয়-ব্যয়ে মুর্শিদাবাদের কোটিপতি তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সম্পত্তি কয়েক কোটি।


প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর বিতর্ক কম হয়নি। তাঁর নাম ঘোষণা হওয়ার প্রতিবাদে সরব হন হুমায়ুন কবীর থেকে নিয়ামত শেখের মতো বিধায়করা। প্রার্থী-কোন্দল নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। শেষমেশ, নিজের পুরনো কেন্দ্র মুর্শিদাবাদেই প্রার্থী হয়েছেন আবু তাহের খান। গত ১২ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।


মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের সম্পর্কে তথ্য দিয়েছেন আবু তাহের। সেই হলফনামা অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। আয়ের উৎস চাষবাস, বাণিজ্যিক বাড়ি ভাড়া ও সাংসদ হিসেবে পাওয়া ভাতা। ২২-২৩ সালে তৃণমূল প্রার্থী মোট আয় করেছেন ৩০ লক্ষ ৬৩ হাজার ৩৮০ টাকা। মনোনয়ন পেশের সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ৫০ হাজার টাকা৷ স্ত্রী তনুজা বেগমের হাতে নগদ ছিল, ৪০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী আবু তাহেরের ব্যাঙ্ক ব্যালেন্স ১২ লক্ষ ৪২ হাজার ৬৫৩ টাকা। স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে ১ লক্ষ ৭ হাজার ৫৪৮ টাকা। তৃণমূল প্রার্থীর বাহন বলতে একটি মোটরবাইক। যার দাম ১০ হাজার টাকা। প্রার্থীর স্ত্রীর গয়নাগাটি আছে ৯ লক্ষ ৬৭ হাজার ৭৩৩ টাকার। 


সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ লক্ষ ২ হাজার ৬৫৭ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১ লক্ষ ৭৩ হাজার ৪৭৪ টাকা। শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন আবু তাহের খান। তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে রয়েছে কৃষি, অকৃষি জমি, বসবাসের বাড়ি এবং বাণিজ্যিক কাজে ব্যবহারের বাড়ি।  স্ত্রীর নামে রয়েছে অকৃষি জমি। 
যেগুলির বাজার মূল্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা। 


সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ, ১৩ লক্ষ ২ হাজার ৬৫৭ টাকা। প্রার্থীর স্ত্রীর অস্থাবর সম্পত্তি আছে ৩১ লক্ষ ৭৩ হাজার ৪৭৪ টাকার। আবু তাহের ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা। সব মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮৪ লক্ষ ৭৬ হাজার ১৩১ টাকা। হলফনামায় আবু তাহের জানিয়েছেন, তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। তবে কোনও মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?