নয়াদিল্লি: পৃথক প্রশাসন এবং বৃহত্তর আর্থিক স্বাধীনতার দাবিতে 'গণ জরুরি অবস্থা' জারি করে স্থানীয়দের ভোট বয়কট করতে আহ্বান জানিয়েছিল 'ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অ্যাসোসিয়েশন' বা ইএনপিও (ENPO calls For Poll Boycott)। শুক্রবার, দেখা গেল, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের অন্তত ছটি জেলায় কার্যত কোনও ভোটই পড়েনি (Nagaland Zero Percent Vote In 6 Districts)। 


কী জানা গেল? 
নাগাল্যান্ডের চিফ ইলেকশন অফিসার এর মধ্যেই 'ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অ্যাসোসিয়েশন'-কে একটি নোটিস পাঠিয়েছে। ভোটপ্রক্রিয়া বিঘ্নিত করার জন্য এই নোটিস পাঠানো হয়। নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সংগঠনটি নাগাল্যান্ডের পূর্বাংশের নাগরিকদের লোকসভা ভোটে অংশগ্রহণ করার প্রক্রিয়ায় বাধা দিতে আপত্তিজনক ভাবে হস্তক্ষেপ করেছে।' ভারতীয় দণ্ডবিধির ১৭১সি ধারার সংশ্লিষ্ট উপধারায় কেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, সে জন্য কারণ দর্শাতে বলে নোটিস পাঠানো হয়েছে 'ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অ্যাসোসিয়েশন'। 
ইএনপিও-র অবশ্য বক্তব্য, নাগাল্যান্ডের পূর্বাংশে এখন গণ জরুরি অবস্থা জারি রয়েছে। সে কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে জনগণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।  'নাগাল্যান্ডের পূর্বাংশ যা কিনা আমাদের প্রশাসনিক আওতায় রয়েছে তাতে যে কোনও ধরনের অশান্তি আটকানো এবং অসামাজিক কাজকর্মে জড়িতদের সমাবেশ রোখা', এই কথা বলেই নিজেদের বিজ্ঞপ্তির উদ্দেশ্য ব্যাখ্যা  করেছে ইএনপিও। তাদের আরও দাবি, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগ। এর মধ্য়ে কোনও জোর করার বিষয় নেই। তাই ভারতীয় দণ্ডবিধির ১৭১সি ধারার সংশ্লিষ্ট উপধারা এখানে প্রযোজ্য হয় না, মনে করে তারা। 


সহযোগিতার বার্তা...
তবে কোনও ধরনের ভুল বোঝাবুঝি হয়ে থাকলে জট কাটাতে নির্বাচন কমিশনের সঙ্গে সব ধরনের সহযোগিতার রাস্তায় হাঁটতে রাজি রয়েছে ইএনপিও, এমনও জানিয়েছে তারা। প্রসঙ্গত, গত ৩০ মার্চ, ২০ জন বিধায়কের সঙ্গে রুদ্ধদ্ধার বৈঠক করেছিলেন এই সংগঠনের সদস্যরা। সেখানেই স্থির হয় যে এই লোকসভা নির্বাচন বয়কট করা হবে। যদিও Eastern Nagaland Legislators' Union তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল বলে খবর। শেষ পর্যন্ত সেই আহ্বানে ইএনপিও যে সাড়া দেয়নি, সেটা আজকের ছবিতে স্পষ্ট। যদিও এ ব্যাপারে নিজেদের অনড় মনোভাব আগেই নির্বাচন কমিশনকে জানিয়ে দেয় সংগঠনটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:নিজের গড়েই ঘেরাও, মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত গ্রাম ছেড়ে পালালেন উদয়ন গুহ !