অরিত্রিক ভট্টাচার্য, ভেটাগুড়ি : নিজের গড়েই ঘেরাও তৃণমূল বিধায়ক ও মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের।বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির পঞ্চায়েত সদস্যের গ্রেফতারিতে উদয়নের হাত রয়েছে বলে অভিযোগ মহিলাদের। এই অভিযোগ ঘিরে ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পাল্টা দাবি, এটা বিজেপির সাজানো বিক্ষোভ। মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত গ্রাম ছেড়ে পালালেন উদয়ন গুহ।
কী ঘটনা ?
ভোট ঘিরে এদিন অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুড়ি এলাকা। সকালে আক্রান্ত হন দিনহাটা ১(বি)-র তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর দিনহাটা থানায় যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে ধর্নায় বসেন তৃণমূল নেতা জয় ঘোষ। এই ঘটনায় বিজেপির পঞ্চায়েত সদস্যকে এই ভেটাগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, এটা উদয়নের জন্য হয়েছে।
এপ্রসঙ্গে উদয়নের পাল্টা বক্তব্য, "সব মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন না। এখানে আরও অনেক মহিলা আছে। এখানে প্রায় হাজারের বেশি ভোটার। এদের সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। জানে যে আমি আসব। এটা বিজেপি করেছে।"
যদিও বিক্ষোভকারী মহিলারা সেই সময় দাবি জানাতে থাকেন, বিজেপির পঞ্চায়েত সদস্যকে ছাড়তে হবে। নাহলে উদয়ন গুহকে বেরোতে দেওয়া হবে না। সেই সময় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে মহিলাদের বোঝানের চেষ্টা করেন। শেষমেশ এলাকা ছাড়েন উদয়ন।
অশান্তির কোচবিহার-
ভোট শুরুর আগে দিনহাটার ভেটাগুড়ির খারিজাবালা এলাকায় রাতভর বোমাবাজির অভিযোগ ওঠে। সকালে রাস্তার ধারে মেলে তাজা বোমা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যে। বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় কোচবিহারে।
কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারি এলাকায় ভোট চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে মেলে ৯টি তাজা বোমা। বিজেপির অভিযোগ, গতকাল রাতভর বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। ফলিমারি ৪-এর ৩৭ নম্বর বুথের ঘটনা। গত পঞ্চায়েত নির্বাচনে এর পাশে ৪০ নম্বর বুথে খুন হয়েছিলেন বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস।
উত্তেজনা ছড়ায় শীতলকুচিতেও। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় ত্রিপল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীরা। ২৮৬ নম্বর বুথের ঘটনা। ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে চাওয়া হল রিপোর্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।