Lok Sabha Election 2024 Phase 1 Voting Live: কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার

Lok Sabha Election 2024 Phase 1 Voting Live Updates: ভোটের আগেই অশান্ত কোচবিহার। দিনহাটা-মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল।

ABP Ananda Last Updated: 19 Apr 2024 11:05 PM

প্রেক্ষাপট

আজ শুরু মহারণ (Lok Sabha Election 2024), প্রথম দফায় ভোট কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে। নিশীথ-উদয়নের জেলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী।ভোটের আগেই অশান্ত কোচবিহার। দিনহাটা-মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল। তুফানগঞ্জে বিজেপি কর্মীর ওপর হামলা। শীতলকুচিতে অস্ত্র...More

Lok Sabha Election 2024 Phase 1 Voting Live: বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট, তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক। বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট, তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক । খবর পেয়েই শিলিগুড়ির বাণেশ্বর মোড়ের বুথে জলপাইগুড়ির পুলিশ পর্যবেক্ষক। পরিচয়পত্র দেখাতে না পারায় ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল একজনকে । প্রিসাইডিং অফিসারকে ভর্ৎসনা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও প্রশ্ন।