Lok Sabha Election 2024 Phase 1 Voting Live: কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার
Lok Sabha Election 2024 Phase 1 Voting Live Updates: ভোটের আগেই অশান্ত কোচবিহার। দিনহাটা-মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল।
বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক। বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট, তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক । খবর পেয়েই শিলিগুড়ির বাণেশ্বর মোড়ের বুথে জলপাইগুড়ির পুলিশ পর্যবেক্ষক। পরিচয়পত্র দেখাতে না পারায় ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল একজনকে । প্রিসাইডিং অফিসারকে ভর্ৎসনা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও প্রশ্ন।
ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই। শীতলকুচিতে বিজেপির বিরুদ্ধে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ । ঘটনাস্থলে গেলে তৃণমূলকর্মীদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ।
কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার। তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ কংগ্রেস প্রার্থীর
শক্তিপুর, বেলডাঙার ওসিকে সরিয়ে দিল কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ, ওসি সাসপেন্ড। মুর্শিদাবাদের ২ ওসির বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ ।
শিলিগুড়ির বাণেশ্বর মোড় বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। প্রতিবাদে বুথের সামনে বসে পড়লেন বিজেপি বিধায়ক। বিজেপি সমর্থকদের সাথে তৃণমূলের স্লোগান যুদ্ধ। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গোটা এলাকায়। বুথ জ্যামের প্রতিবাদ করায় তৃণমূলের হাতে হেনস্থার শিকার শিখা চট্টোপাধ্যায়।
বুথ দখল করে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। বুথে যেতেই এবার তৃণমূলের বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের চোর চোর স্লোগান। পাল্টা স্লোগান বিজেপির। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধাক্কাধাক্কি। তৃণমূলের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ বিজেপি বিধায়কের।
বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ৭৭ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটদানের হার ৭৯ শতাংশ।
কোচবিহারে অশান্তির বিরাম নেই। দিনহাটার গয়ারগাড়িতে নতুন করে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির ।
কালিয়াগঞ্জের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা মিঠুনের। 'আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?' 'কয়লা, গরু, বালি, রেশন পাচার করে? উত্তর হল হ্যাঁ'। 'কন্যাশ্রী-সহ যেখানে যা টাকা দিচ্ছে নিয়ে নিন, তারপর বিজেপিকে ভোট দিন'। 'এ বার বিজেপি ৪০০ পার হলে সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী'। কালিয়াগঞ্জে বিজেপির প্রচার সভায় দাবি মিঠুন চক্রবর্তীর।
বিজেপি বিধায়ককে 'হেনস্থা' পুলিশের, শিলিগুড়িতে তুলকালাম। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। গ্রেফতারির চেষ্টা পুলিশের, বিজেপির প্রতিরোধ। বিজেপি বিধায়ককে ধরতে গাড়ি ধাওয়া করল পুলিশ। বিধায়ককে গ্রেফতারির চেষ্টা, পুলিশ-বিজেপি হাতাহাতি। বিজেপি বিধায়ককে পুলিশের বাধা ঘিরে তুলকালাম। বুথের ৩৩ মিটারের মধ্যে বিজেপি বিধায়ক, পুলিশের বাধা। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিধায়ককে আটকের চেষ্টা পুলিশের, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। শিখা চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি। বিজেপি বিধায়ককে ছিনিয়ে নিয়ে গেল পুলিশ। বিধায়কের গাড়িকে ধাওয়া করল পুলিশ।
ভোটের প্রথমে বিভিন্ন জায়গা থেকে প্রচুর অভিযোগ নির্বাচন কমিশনে। দুপুর ২ পর্যন্ত মোট ৪৬৮টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে কোচবিহার থেকে জমা পড়েছে ২১৮টি অভিযোগ। আলিপুরদুয়ার থেকে জমা পড়েছে ১৫০টি অভিযোন।জলপাইগুড়ি থেকে কমিশনের কাছে এসেছে ১০০টি অভিযোগ। রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যা অভিযোগ করা হয়েছে, তার প্রায় তিনভাগের একভাগ এসেছে তৃণমূলের তরফে। মোট ৫২টি অভিযোগের মধ্যে ১৭টি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
গণতন্ত্রের উৎসবে রেহাই নেই ভোটারেরও! ভোট দিতে এসে শীতলকুচিতে ফাটল চোখ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
ভোটের প্রথমে বিভিন্ন জায়গা থেকে প্রচুর অভিযোগ নির্বাচন কমিশনে
দুপুর ২ পর্যন্ত মোট ৪৬৮টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে
'কেন অস্ত্র নিয়ে মিছিল করবে, 'কে অধিকার দিয়েছে, সংখ্যালঘুদের বাড়ি এনআরসি নিয়ে ঢুকে পড়ার?' বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
দিনহাটায় ফের আক্রান্ত বিজেপি। ২ বিজেপি কর্মীকে মার, ফাটল মাথা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
বিজেপি বিধায়ককে পুলিশের বাধা ঘিরে তুলকালাম
বুথের ৩৩ মিটারের মধ্যে বিজেপি বিধায়ক, পুলিশের বাধা
শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ককে আটকের চেষ্টা পুলিশের
ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়
বিধায়ককে আটকের চেষ্টা পুলিশের, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি
প্রথমদফার ভোটে অশান্তির এপিসেন্টার কোচবিহার। চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মাথাভাঙায় ক্যাম্প বসানো নিয়ে বিজেপি-তৃণমূল হাতাহাতি।
দুপুর ১টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়ল ৫১%
দুপুর ১টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়ল ৫১%
দুপুর ১টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়ল ৫২%
অশান্তি করতে এসেছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ করে সিতাইয়ে বুথে ঢুকতে বাধা কোচবিহারের তৃণমূল প্রার্থীকে। বিজেপির চক্রান্ত, পাল্টা অভিযোগ জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়ার।
মাথাভাঙায় বিডিও অফিসেই অস্থায়ী ভোট কর্মীরা 'বন্দি'! দরজায় তালা দিয়ে আটকে রাখা হল অস্থায়ী ভোটকর্মীদের! প্রায় ৩ ঘণ্টা পরে দরজা খুলে ভোট কর্মীদের মুক্তি
প্রথমদফায় ৩ কেন্দ্রের ভোটেই কমিশনে ভুরিভুরি অভিযোগ
আলিপুরদুয়ারে ২০০-র উপর বুথে ইভিএম খারাপ। ভোট শুরু হতে দেরি হয়েছে। অনেকে বাড়ি চলে গিয়েছেন। ইভিএমে কারচুপির আশঙ্কাপ্রকাশ করলেন জেলার তৃণমূল কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তী
১১২ কোম্পানি বাহিনী, তাও কেন কোচবিহারে এত হিংসা? সিইও দফতরের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
সকাল ১১ পর্যন্ত কোচবিহারে ভোট পড়ল ৩৪%। সকাল ১১ পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়ল ৩২%। সকাল ১১ পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়ল ৩৫%
ভোট দিতে এসে চোখ ফাটল ভোটারের! শীতলকুচিতে ভোটারের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল
কোচবিহারের ফলিমারিতে বুথের কাছেই তাজা বোমা। বুথের ২০০ মিটারের মধ্যেই মিলল ৯টি তাজা বোমা। তৃণমূলের বিরুদ্ধে রাতভর বোমাবাজির অভিযোগ বিজেপির
শীতলকুচিতে 'সন্ত্রাস', একে অপরের অভিযোগ তৃণমূল-বিজেপির
কালীঘাটে পুজো দিয়ে রাজভবনের পিসরুমে রাজ্যপাল, ৩ কেন্দ্রের ভোট নিয়ে একের পর এক অভিযোগ আসছে পিসরুমে
ভোটের প্রথম তিন ঘণ্টাতেই প্রচুর অভিযোগ নির্বাচন কমিশনে। সকাল ১০ পর্যন্ত ১৫১টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে।
চলছে লোকসভা ভোট, বাংলার ভোটারদের কাছে আবেদন অমিত শাহর
হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন আহত বিজেপি কর্মী
শীতলকুচিতে ভোট দিতে বাধা, হাঁসুয়ার কোপ পড়ল বিজেপি কর্মীর মাথায় ও হাতে। ভোট দিতে গেলে বাড়িছাড়া করা হবে, কেটে নেওয়া হবে হাত-পা, এমন হুমকি দিচ্ছে তৃণমূল। অভিযোগ বিজেপি কর্মী-সমর্থকদের, হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন আহত বিজেপি কর্মী।
দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা। বাড়ির সামনে বোমা, কমিশনে নালিশ বিজেপির।
ভোটের শুরুতেই অশান্ত শীতলকুচি, আক্রান্ত বিজেপি। শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলা।
তুফানগঞ্জে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ
ভোটের শুরুতেই অশান্ত শীতলকুচি, আক্রান্ত বিজেপি। শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলা।
ভোট চলছে, অথচ বুথের বাইরে বসে রয়েছেন সব দলের পোলিং এজেন্টরা। নজিরবিহীন ঘটনা মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলে। শুধু তাই নয়, বুথের প্রিসাইডিং অফিসারকে ধমক দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ভয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রিসাইডিং অফিসার।
কোচবিহারে চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মাথা ফাটল তৃণমূলকর্মীর
ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনে একের পর এক অভিযোগ
সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বাম প্রার্থী।
কোচবিহারে মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির
কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে উত্তেজনা
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের
দিনহাটার বাসন্তীর হাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে চূড়ান্ত অব্য়বস্থার ছবি। ভোট কাস্টিংয়ের জায়গায় আলোর অভাব, সেক্টর অফিসারকে বারবার জানানোর পরেও প্রথমে কাজ হয়নি। টর্চের আলোয় ভোট দিতে শুরু করেন ভোটাররা। শেষমেশ ইলেকট্রিশিয়ান এসে ওই বুথে আলোর ব্যবস্থা করেন। ভোটদান ব্য়াহত হওয়ায় ক্ষুব্ধ ভোটাররা।
ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপি কার্যালয়ে আগুন। অগ্নিসংযোগের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল
আলিপুরদুয়ারের অরবিন্দনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে মডেল বুথ করা হয়েছে। এই বুথে রয়েছে হুইল চেয়ার ও র্যাম্পের ব্যবস্থা। এছাড়া, মডেল বুথে রয়েছে সেলফি জোন এবং ব্রেস্ট ফিডিং কাউন্টার।
কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওযার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শুরু অষ্টাদশ লোকসভা নির্বাচন। প্রথম দফায় ২১ রাজ্য ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ। বাংলায় ভোট উত্তরের ৩ কেন্দ্রে। একইসঙ্গে সিকিম-অরুণাচলেও বিধানসভা নির্বাচন।
ভোট শুরু হওয়ার আগেই কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবাধ, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় পুজো দিলেন রাজ্যপাল।
ভোট শুরুর আগে কোচবিহার শহরে উত্তেজনা
আজ থেকে শুরু লোকসভা ভোটের মহারণ। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোট।
প্রেক্ষাপট
আজ শুরু মহারণ (Lok Sabha Election 2024), প্রথম দফায় ভোট কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে। নিশীথ-উদয়নের জেলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী।
ভোটের আগেই অশান্ত কোচবিহার। দিনহাটা-মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল। তুফানগঞ্জে বিজেপি কর্মীর ওপর হামলা। শীতলকুচিতে অস্ত্র হাতে দাপাদাপি।
উদয়নের সঙ্গে সংঘাতের মধ্যেই নিশীথের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। বাড়িতে দুষকৃতী, আগ্নেয়াস্ত্র মজুত, ভোট পেতে দেহরক্ষী সিআরপিএফ-কে ব্যবহারের অভিযোগ।
কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। কোচবিহারের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের বিধানসভা ভোটের ফলের নিরিখে ৬টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ১টি আসনে। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী।
জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯১। জলপাইগুড়িতে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী আগের বারের সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২৩-এর উপনির্বাচনের পর তৃণমূল এগিয়ে ৫টি আসনে, বিজেপি ২টি আসনে এগিয়ে।
আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৭। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৫৯। আলিপুরদুয়ারে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।তৃণমূলের টিকিটে লড়ছেন প্রকাশ চিক বরাইক। RSP-র প্রার্থী মিলি ওঁরাও। একুশের বিধানসভা ভোটের নিরিখে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই এগিয়ে বিজেপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -