Loksabha Election 2024 : সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা, বাধাদানের অভিযোগ, গো ব্যাক স্লোগান তৃণমূলের
Lok Sabha Election 2024 Phase 2 Voting Live : দ্বিতীয় দফায় পাহাড়ে লোকসভার ভোট গ্রহণ ভোট গ্রহণ হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোটগ্রহণ ।
রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল
দ্বিতীয় দফার পরে উড়ে যাবে বিরোধীরা, দাবি প্রধানমন্ত্রীর।
কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ GSFP স্কুলে ভোট দিলেন ছেলে প্রিয়দীপকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি।
দ্বিতীয় দফা ভোট শুরুর সোয়া ৭ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়ল ৪১১টি অভিযোগ। তার মধ্যে ৮০টি অভিযোগ রাজনৈতিক। বিজেপি ২৮, তৃণমূল ১৪ এবং সিপিএম ৬টি অভিযোগ করেছে।
দার্জিলিঙের বিজেপি প্রার্থীকে ঘিরে শিলিগুড়িতে বিক্ষোভ
বালুরঘাটের তপনে উত্তেজনা। বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ।
মেগা র্যালি করে উত্তরপাড়া থেকে নমিনেশন জমা দিতে চুঁচুড়া রওনা দিলেন শ্রীরামপুরের তৃনমূলের প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়। উত্তরপাড়া বালি খাল থেকে শুরু করেন মেগা র্যালি। সেখান থেকে কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল।
'এরা এত বড় শিক্ষা-দুর্নীতি করেছে, ২৬ হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ হয়ে গেছে। আর ধার করে টাকাপয়সা এনে যাঁরা তৃণমূলের নেতাদেরকে দিয়েছিলেন তার বোঝাও সাধারণ গরিব ভাই-বোনেদের মাথার ওপর চেপে গেছে। কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, তারা দক্ষতার সঙ্গে যুবকদেরকে চাকরি দিচ্ছে।' মোদির মুখে নিয়োগ-দুর্নীতি নিয়ে কথা।
রাজ্যে দ্বিতীয় দফার ভোটে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে দার্জিলিং। দুপুর ১ পর্যন্ত দার্জিলিঙে ভোটদানের হার ৪৯ শতাংশ। রায়গঞ্জে দুপুর ১ পর্য়ন্ত ভোটদানের হার ৪৮ শতাংশ। বালুরঘাটে দুপুর ১ পর্যন্ত ভোট পড়েছে ৪৫ শতাংশ।
হয় আগের জন্মে বাংলায় জন্মেছিলাম, না হয় আগামী জন্মে বাংলায় জন্মগ্রহণ করব। কথা দিচ্ছি উন্নয়ন করে এই ভালবাসা ফিরিয়ে দেব। মালদার সভা ঘিরে তুমুল উন্মাদনা দেখে মন্তব্য প্রধানমন্ত্রীর।
দ্বিতীয় দফা ভোট শুরুর চার ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়েছে ২৯০টি অভিযোগ। এর মধ্যে ২৬টি অভিযোগ রাজনৈতিক। তৃণমূলের তরফে ২টি এবং বিজেপির তরফে ১৪টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। এর আগে ভোট শুরুর প্রথম ২ ঘণ্টায় কমিশনে জমা পড়েছিল ২৪১টি অভিযোগ। এর মধ্যে ১৭টি অভিযোগ ছিল রাজনৈতিক। তৃণমূল একটি এবং বিজেপি ৬টি অভিযোগ করেছিল।
ময়নায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, ' আরও একটি ভয়ঙ্কর অপরাধ। ভোটের ময়দানে তৃণমূল যত মাটি হারাচ্ছে, তত হিংস্র হয়ে উঠছে। বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত দাবি করছি। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। তদন্তের দায়িত্ব দিতে হবে CBI-কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে। ' সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর।
বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থিপদ বাতিল হল। স্ক্রুটিনির পর প্রার্থী পদ বাতিল করল নির্বাচন কমিশন। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তিনি বিজেপির রাঢ়বঙ্গের ক্লাস্টার ইনচার্জ। দেবাশিস ধর জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে নো-ডিউজ সার্টিফিকেট না মেলায়, তাঁর প্রার্থী পদ বাতিল করা হয়েছে।
মালদার সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে আক্রমণে প্রধানমন্ত্রী। হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল হওয়ার পর রাজ্যে প্রথম জনসভাতেই তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বললেন, দুর্নীতি করছে তৃণমূল, ফল ভুগছে বাংলার মানুষ।
বিরোধীদের নিস্পৃহ বডি ল্যাঙ্গোয়েজই বলে দিচ্ছে, বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত। এভাবে ময়দান ছেড়ে দেওয়ার মানসিকতা আগে দেখিনি। তৃণমূলকে কটাক্ষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।
বালুরঘাট শহরে মহিলা বিজেপি কর্মীকে সপাটে চড় কষালেন মহিলা তৃণমূল কর্মী। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, ভোট দিতে আসা বিজেপি কর্মী রাখি শীলকে চড় মারেন তৃণমূলের ওয়ার্ড সভাপতির স্ত্রী রুবিতা মহন্ত। চড মারিনি, ধাক্কা মেরেছি, সুকান্ত মজুমদার আসায় ভিড় জমে যায়। সাধারণ ভোটারদের অসুবিধা হচ্ছিল। তাই প্রতিবাদ করি। সেটার ভিডিও করছিলেন মহিলা বিজেপি কর্মী। দাবি মহিলা তৃণমূল কর্মীর।
তপন বিধানসভার পতিরামে বুথের সামনেই সম্মুখসমরে বিজেপি ও তৃণমূল। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ পেয়ে সুকান্ত মজুমদার সেখানে গেলে গো ব্যাক স্লোগান , তেড়ে গেলেন সুকান্ত !
ভোটের দিন দলেরই নেতার মার খেলেন তৃণমূল কর্মী। রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল কর্মী শ্রীবাস ঢালির অভিযোগ, কংগ্রেসের ক্যাম্প অফিসে বসে গল্প করছিলেন। সেই অপরাধে তাঁকে মারধর করেন তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী। দলীয় কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার শাসক-নেতার।
গোয়ালপোখরে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির খাসতালুকে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরাম রামজকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বাংলাদেশ থেকে এদের এনেছেন গোলাম রব্বানি।
কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ জি এস এফ পি স্কুলে ৮৩ নম্বর বুথে ছেলে প্রীয়দীপ দাশমুন্সিকে সাথে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সী।
ভোট শুরুর একঘণ্টার মধ্যে বালুরঘাট-রায়গঞ্জ মিলিয়ে নির্বাচন কমিশনে ৬০টি অভিযোগ । ৬০টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল
বালুরঘাটের কুশমণ্ডির একটি বুথে ইভিএম খারাপ, কুশমণ্ডির উদয়পুরে ১৪১ নম্বর বুথে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ
'ভোট শুরু হতেই ভোটারদের বাধা, গঙ্গারামপুরের নাড়ুই বুথে এই ঘটনা ঘটেছে, সঠিকভাবে এরিয়া ডমিনেশন হয়নি, ইটাহারেও বেশ কয়েকটি জায়গায় ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। ' এমনই অভিযোগ করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
বাংলার সঙ্গে আজ ১২ রাজ্য, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৮৮টি কেন্দ্রে ভোট। ভাগ্য নির্ধারিত হবে রাহুল, শশি তারুর, হেমা মালিনী থেকে ওম বিড়লার। লড়াইয়ের ময়দানে মোদি সরকারের ৬ মন্ত্রী।
আজ দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট। সুরক্ষায় ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ১৩ হাজার রাজ্য পুলিশ। সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ দার্জিলিঙে।
আজ লোকসভা ভোটের দ্বিতীয় দফা। তার আগেই ময়নায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে পানের বরোজের মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির।
গঙ্গারামপুরে বিজেপি এজেন্টদের আটকানো হচ্ছে, 'ইটাহারে বিজেপি সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস', আরও আগে আসতে পারত কেন্দ্রীয় বাহিনী, এবিপি আনন্দর মুখোমুখি হয়ে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের
প্রেক্ষাপট
কলকাতা : আজ দ্বিতীয় দফায় পাহাড়েও লোকসভার ভোট গ্রহণ। দার্জিলিঙে লড়াই মূলত চতুর্মুখী। তবে লড়াইয়ের আকর্ষণের কেন্দ্রে বিজেপির রাজু বিস্ত ও বিষণুপ্রসাদ শর্মার মধ্য়ে লড়াই। বিদায়ী সাংসদ রাজু বিস্তকে ফের দার্জিলিঙে প্রার্থী করায় দলের প্রার্থীর বিরুদ্ধেই নির্দলে দাঁড়িয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষণুপ্রসাদ শর্মা। অন্য়দিকে, পাহাড়ে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে। কংগ্রেসের প্রার্থী মুনিশ তামাঙ্গ। গত তিনবার লোকসভা ভোটে এই কেন্দ্র দখল করে বিজেপি। ২০০৯ সালে বিজেপির হয়ে ভোটে জেতেন যশোবন্ত সিং। ২০১৪ সালে এস এস অহলুওয়ালিয়া ও ২০১৯ সালে জয়ী হন বিজেপির রাজু বিস্ত। দার্জিলিঙে বুথের সংখ্যা ১ হাজার ৯৯৯টি। স্পর্শকাতর বুথ রয়েছে ৭৩৯টি। পাহাড়ে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ দ্বিতীয় দফায় রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। এখানে লড়াই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের মধ্য়ে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ৬০ হাজার ৫৯৩ ভোটে হারিয়েছিলেন। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৩০টি। স্পর্শকাতর বুথ ২১০টি। রায়গঞ্জে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ দ্বিতীয় দফায় লোকসভার ভোট। রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্র ভোট গ্রহণ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আরএসপির জয়দেব সিদ্ধান্তের মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ আরএসপির বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। বালুরঘাটে মোট বুথ ১ হাজার ৫৬৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২। বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -