Lok Sabha Election 2024 Phase 3 Voting Live: পুলিশি আশ্বাসে ভোট দিতে গিয়েও জুটল মার ! মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আক্রান্ত কংগ্রেস কর্মী

WB Lok Sabha Election 2024: তৃতীয় দফায় ভোটগ্রহণ রাজ্যের চার কেন্দ্রে, জানুন প্রতি মুহূর্তের আপডেট।

ABP Ananda Last Updated: 07 May 2024 07:33 PM
Murshidabad Voting Live Updates: পুলিশি আশ্বাসে ভোট দিতে গিয়েও জুটল মার ! মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আক্রান্ত কংগ্রেস কর্মী

পুলিশি আশ্বাসে ভোট দিতে গিয়েও জুটল মার! মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আক্রান্ত কংগ্রেস কর্মী। 'গতকাল রাতে বাড়িতে এসে হুমকি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইয়ের'। আজ পুলিশি আশ্বাসে ভোট দিতে গেলে মারধর, অভিযোগ আক্রান্ত কংগ্রেস কর্মীর 

Lok Sabha Phase 3 Voting Live News: বিকেল ৫টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট পড়ল ?

বিকেল পাঁচটা পর্যন্ত মালদা উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ, মালদা দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ, জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ ও মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ। আর ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ।

SSC Scam Case: 'সত্যের জয় হল', সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রতিক্রিয়া অভিষেকের

'বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির বিস্ফোরণ সুপ্রিম কোর্টে নিষ্ক্রিয়'। সত্যের জয় হল, সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রতিক্রিয়া অভিষেকের । 'সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে'। 'মানুষের পাশে থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে'। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Domkal Voting Live Updates: ডোমকলের নতুন পাড়ায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী, এলাকা ছাড়ল বহিরাগতরা

ডোমকলের নতুন পাড়ায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী। ভোটে বেনিয়মের খবর পেয়ে এলাকায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় এলাকা ছাড়ল বহিরাগতরা। বাহিনীর তাড়ায় মাঠ ভেঙে দৌড় বহিরাগতদের। 

Malda Voting Live Updates: মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাদাগিরি!

ভোটের দিন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাদাগিরি। বিজেপি কর্মীদের হুমকি। একঘণ্টার মধ্যে তুলে দিতে হবে বিজেপির ক্যাম্প অফিস। অভিযোগ TMCP নেতা বাবু সরকারের বিরুদ্ধে। চাঁচলের ধুমসাডাঙি ২২১ নম্বর বুথের ঘটনা। অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদ নেতার

Malda Voting Live Updates: ইংরেজবাজারে বুথ পরিদর্শনে গিয়ে গো ব্য়াক স্লোগান শুনলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা

ইংরেজবাজারে বুথ পরিদর্শনে গিয়ে গো ব্য়াক স্লোগান শুনলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ধীরেন সাহা হাইস্কুলের বুথে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন শ্রীরূপা।
বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তৃণমূলের। 

Jangipur Voting Live Updates: জঙ্গিপুরে বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জঙ্গিপুর লোকসভার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাইস্কুলে বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্ট বসানোর ব্যবস্থা করেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।

Malda Voting Live Updates: মালদার সুজাপুরে তৃণমূলের এজেন্টকে বেধড়ক মার

মালদার সুজাপুরে তৃণমূলের এজেন্টকে বেধড়ক মার। বুথ থেকে বের করে বাঁশপেটা করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেঁদে ফেললেন শাসকদলের এজেন্ট।

Lok Sabha Phase 3 Voting Live News: দুপুর ১টা পর্যন্ত চার কেন্দ্রে ৪৯.২৯ শতাংশ ভোট পড়ল

দুপুর ১টা পর্যন্ত মালদা উত্তরে ৪৭.৮০ শতাংশ ভোট পড়েছে, মালদা দক্ষিণে ভোট পড়েছে ৪৮.৬৫ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৪৯.৯১ শতাংশ, মুর্শিদাবাদে ৫০.৫৮ শতাংশ ভোট পড়েছে। সবমিলিয়ে চারটি কেন্দ্রে ভোট পড়েছে ৪৯.২৯ শতাংশ।

Malda Voting Live Updates: মালদা দক্ষিণে লাইন সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী!

মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানিকচকের হিলসামারি শঙ্করটোলা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকক্ষের বাইরে রাজ্য পুলিশ।লাইন সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরা দেখেই পাল্টে যায় অবস্থান। ভোটকক্ষের বাইরে দাঁড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। লাইন ঠিক করতে শুরু করে পুলিশ। 

Ratua News Live Updates: রতুয়া বিধানসভার সামসি-হলদিবাড়িতে ভোটারদের কাছে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন!

রতুয়া বিধানসভার সামসি-হলদিবাড়িতে ভোটারদের কাছে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান স্থানীয় তৃণমূল নেতা শেখ ইয়াসিন। অভিযোগ জোটের ভোটারদের। পরে কেন্দ্রীয় বাহিনী এসে শাসক-নেতাকে চলে যেতে বলে। সমাজসেবী হিসেবে অনুরোধ জানিয়েছি, সাফাই তৃণমূল নেতার। 

Murshidabad Voting Live Updates: তৃতীয় দফার নির্বাচনে প্রথম দু'ঘণ্টায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল মুর্শিদাবাদে

তৃতীয় দফার নির্বাচনে প্রথম দু'ঘণ্টায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। NGRS অর্থাৎ
ন্যাশনাল গ্রিভান্স রিড্রেসাল সিস্টেমের মাধ্যমে এই কেন্দ্রে ৫১টি অভিযোগ জমা পড়ে। এছাড়া, C ভিজিল অ্যাপে ১৬টি এবং CMS পোর্টাল মারফত ৯১টি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ, চারটি কেন্দ্র মিলিয়ে মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। 
রুমা 

Murshidabad Voting News Live Updates: ভোটারের হাতে ওআরএস-এর প্যাকেট তুলে দিচ্ছেন খড়গ্রাম থানার অফিসাররা

পুলিশের অভিনব উদ্যোগ।  তীব্র গরমে ভোট দিতে এসেছেন ভোটাররা। তাঁরা যাতে অসুস্থ হয়ে না পড়েন  সেজন্য ভোট দিয়ে বেরোনর পর  প্রতিটি ভোটারের হাতে ওআরএস-এর প্যাকেট তুলে দিচ্ছেন খড়গ্রাম থানার অফিসাররা। 

Murshidabad Voting News Live Updates: ভোটারের হাতে ওআরএস-এর প্যাকেট তুলে দিচ্ছেন খড়গ্রাম থানার অফিসাররা

পুলিশের অভিনব উদ্যোগ।  তীব্র গরমে ভোট দিতে এসেছেন ভোটাররা। তাঁরা যাতে অসুস্থ হয়ে না পড়েন  সেজন্য ভোট দিয়ে বেরোনর পর  প্রতিটি ভোটারের হাতে ওআরএস-এর প্যাকেট তুলে দিচ্ছেন খড়গ্রাম থানার অফিসাররা। 

Raninagar Voting News Live Updates: রানিনগরে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে

রানিনগরের মরিচা-নীচুপাড়ায় ১৬৮ নম্বর বুথে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার জোটের। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় ঢুকল প্রচুর পুলিশ।

Raninagar Voting News Live Updates: রানিনগরে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে

রানিনগরের মরিচা-নীচুপাড়ায় ১৬৮ নম্বর বুথে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার জোটের। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় ঢুকল প্রচুর পুলিশ।

Murshidabad Voting News Live Updates: লালগোলায় বুথ ক্যাম্পে নকল ইভিএম নিয়ে বসে আছেন TMC, CPM, কংগ্রেস কর্মী সমর্থকরা

মুর্শিদাবাদের লালগোলায় সিপিএম-কংগ্রেস এবং তৃণমূল দুপক্ষেরই বুথ ক্যাম্পে নকল ইভিএম নিয়ে বসে আছেন কর্মী সমর্থকরা। সম্পূর্ণ বেআইনি জেনেও চলছে প্রশিক্ষণ। 

Lok Sabha Phase 3 Voting Live News: সকাল ৯ থেকে সকাল ১১ পর্যন্ত রাজ্যে লাফিয়ে বাড়ল ভোটের হার

সকাল ৯ থেকে সকাল ১১ পর্যন্ত রাজ্যে লাফিয়ে বাড়ল ভোটের হার। সকাল ১১ পর্যন্ত মালদা উত্তরে ভোটের হার ৩২%। মালদা দক্ষিণে ভোটের হার ৩৩%। জঙ্গিপুরে সকাল ১১ পর্যন্ত ভোটের হার ৩৩%। মুর্শিদাবাদে সকাল ১১ পর্যন্ত ভোটের হার ৩৩%। 

Mohammed Salim: রানিনগরের আরও এক নকল এজেন্টকে হাতেনাতে ধরলেন জোট প্রার্থী মহম্মদ সেলিম

রানিনগরের গোপীনাথপুরে আরও একজন নকল পোলিং এজেন্টকে হাতেনাতে ধরলেন জোট প্রার্থী মহম্মদ সেলিম। 

Murshidabad Voting News Live Updates: প্রিসাইডিং অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের

প্রিসাইডিং অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ। সর্বত্র সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। অভিযোগ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের। 

Suti Voting Live Updates: সুতিতে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতি

সুতির আহিরণে ৬৪ নম্বর বুথের বাইরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতি। বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের। বুথ থেকে বার করে দেওয়া হয় পোলিং এজেন্টকে, অভিযোগ পেয়ে বুথে যাওয়া, পাল্টা দাবি বিজেপি প্রার্থীর। 

Murshidabad Voting News Live Updates: বুথের গেটে দাঁড়িয়ে রয়েছে হোমগার্ড, বসে রয়েছে কিংবা লাইন ঠিক করছে কেন্দ্রীয় বাহিনী

দায়িত্ব পালনের উল্টো চিত্র। বুথের গেটে দাঁড়িয়ে রয়েছে হোমগার্ড, বসে রয়েছে কিংবা লাইন ঠিক করছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের বিভিন্ন বুথে ধরা পড়েছে একই চিত্র। 

Malda Voting Live Updates: মালদা দক্ষিণের ইংরেজাবাজারে সম্মুখসমরে তৃণমূল-বিজেপি

মালদা দক্ষিণের ইংরেজাবাজারে সম্মুখসমরে তৃণমূল-বিজেপি। একদিকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। আরেকদিকে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এল কিউআরটি। 

Domkal News Live Updates: ডোমকলের ঘোড়ামারায় বিরোধী ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ডোমকলের ঘোড়ামারায় বিরোধী ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। টোটো করে যাওয়ার সময় আটকে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর কাছে সাহায্য চান ভোটাররা। বাহিনী দেখে পালিয়ে যায় অভিযুক্তরা। একই ঘটনা ঘটে ঘোড়ামারার মোমিনপুরে। সেখানেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তাড়া করে জমায়েত হঠায় পুলিশ। একই ছবি ডোমকলের রমনা বসন্তপুরেও। সেখানে ভোটাররা পুলিশের কাছে অভিযোগ জানান। পরে পুলিশের সাহায্যে ভোট কেন্দ্রে পৌঁছন গ্রামবাসীরা। 

Murshidabad Voting Live Updates: খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা কংগ্রেস ও তৃণমূলের

খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা কংগ্রেস ও তৃণমূলের। খড়গ্রামের আসলপুরে বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ার ব্যবস্থা করেছে কংগ্রেস। সেখানেই চলছে রান্না। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। অন্যদিকে, খড়গ্রামের পলসণ্ডায় বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছিল তৃণমূলও। পরে পুলিশ গিয়ে তুলে দেয়। 

Malda Voting Live Updates: মালদা উত্তর লোকসভার রতুয়ায় হাই মাদ্রাসায় ২০১ নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়ার অবিযোগ

মালদা উত্তর লোকসভার রতুয়ায় চাঁদমুনি ১ হাই মাদ্রাসায় ২০১ নম্বর বুথে ভোটারদের বাধা, কংগ্রেসের এজেন্টকে হুমকি দিয়ে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

Lok Sabha Phase 3 Voting Live News: বাংলার চারটি কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে

সকাল ৯টা পর্যন্ত মালদা উত্তরে ১৫.৩৩, মালদা দক্ষিণে ১৬.৩, জঙ্গিপুরে ১৬.৯৫, মুর্শিদাবাদে ১৪.৮৭ শতাংশ ভোট পড়েছে। বাংলার চারটি কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত সামগ্রিক ভাবে ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে।

Lok Sabha Phase 3 Voting Live Updates: ভোট শুরু হতেই মুর্শিদাবাদে 'সন্ত্রাস', সিপিএম এজেন্টকে 'মার', কংগ্রেস কর্মীর বাড়িতে 'বোমা-গুলি'

ভোট শুরু হতেই মুর্শিদাবাদে 'সন্ত্রাস'। ডোমকল: কংগ্রেস কর্মীর বাড়িতে 'বোমা-গুলি'। হরিহরপাড়া: কংগ্রেস নেতার বাড়িতে 'বোমা'। রানিনগর: সিপিএম এজেন্টকে 'মার'। রানিনগর: ভয়ে কলাবাগানে সিপিএমের এজেন্ট। রানিনগর: 'ভুয়ো' এজেন্ট পাকড়াও। রানিনগর: কেন্দ্রীয় বাহিনীর সামনেই 'হামলা'। সুতি: তৃণমূল নেতা-বিজেপি প্রার্থীর ধাক্কাধাক্কি। খড়গ্রাম: বুথের ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত!ইংরেজবাজার: বুথ থেকে বিজেপি এজেন্টকে বার করার অভিযোগ। 

Murshidabad Voting Live Updates: তৃণমূল কর্মী সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন, এমনই অভিযোগ উঠল লোচনপুরে

রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, তৃণমূল কর্মী সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন, এমনই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পালিয়ে ৩ কিলোমিটার দূরে পাশের গ্রাম পাহাড়পুরে একটি কলাবাগানে প্রায় একঘণ্টা লুকিয়ে ছিলেন সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ। খবর পেয়ে গ্রামে যান সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এজেন্ট ও কর্মীদের অভয় দিয়ে বুথে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বুথে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখে ভুয়ো এজেন্টকে বের করে দেন সেলিম নিজে। নির্বাচন কমিশন জানিয়েছে, মক পোলের সময় ২ জন এজেন্ট বসতে চাইছিলেন। নিয়ম মেনে একজনকে বের করে দেন সেক্টর অফিসার।

Malda Voting Live Updates: মালদার কোতোয়ালিতে ভোট দিলেন মৌসম বেনজির নুর

মালদার কোতোয়ালিতে ভোট দিলেন মৌসম বেনজির নুর। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। 

Murshidabad Voting Live Updates: হরিহরপাড়ায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ।

হরিহরপাড়ায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ ভোটারদের ভয় দেখানোর উদ্দেশেই কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি করেছে তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়ার থানার পুলিশ। 

Malda South Voting Live Updates: অধিকাংশ বুথেই EVM খারাপ, ভোটারদের হয়রানি হচ্ছে, অভিযোগ মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর

অধিকাংশ বুথেই EVM খারাপ, ভোটারদের হয়রানি হচ্ছে। অভিযোগ মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Murshidabad Voting Live Updates: রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে সিপিএম এজেন্টকে 'মারধর'

রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে সিপিএম এজেন্টকে 'মারধর'। মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রাণভয়ে পাশের গ্রামের কলাবাগানে  আশ্রয় নেন সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

Murshidabad Voting Live Updates: মুর্শিদাবাদের গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ

মুর্শিদাবাদের গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ। সিপিএমের অভিযোগ, দলীয় এজেন্টকে মারধর করা হয়েছে।
ভেঙে দেওয়া হয়েছে সিপিএম এজেন্টের মোটরবাইক, হামলা-যোগ অস্বীকার তৃণমূলের। 

Murshidabad Voting Live Updates: ডোমকলে বোমাবাজির অভিযোগ, সন্ত্রাসে অভিযুক্ত তৃণমূল

ভোট শুরু হওয়ার আগেই 'সন্ত্রাস'। ডোমকলে বোমাবাজির অভিযোগ। কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে 'গুলি'। সন্ত্রাসে অভিযুক্ত তৃণমূল, অভিযোগ অস্বীকার। 

Lok Sabha Election 2024 Phase 3 Voting Live: আজ তৃতীয় দফায় ভোটগ্রহণ ৪ কেন্দ্রে, ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৩১ বাহিনী QRT মোতায়েন

আজ তৃতীয় দফা, বাংলার ৪ কেন্দ্রে ভোট। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট। বুথেই ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৩১ কোম্পানি কিউআরটি। মুর্শিদাবাদ: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১১৩ কোম্পানি কিউআরটি। মালদা: ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৪৩ কোম্পানি কিউআরটি। জঙ্গিপুর: ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৩ কোম্পানি কিউআরটি।


 

প্রেক্ষাপট

আজ তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আজ বাংলার ৪ কেন্দ্রে ভোটগ্রহণ। ভোটগ্রহণ মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। 
বুথেই ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৩১ কোম্পানি কিউআরটি মোতায়েন। (Lok Sabha Election 2024 Phase 3 Voting Live)


মুর্শিদাবাদে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ১১৩ কোম্পানি কিউআরটি রয়েছে। মালদায় মোতায়েন ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৪৩ কোম্পানি কিউআরটি। জঙ্গিপুরে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৩ কোম্পানি কিউআরটি মোতায়েন রয়েছে। (Bengal Lok Sabha Election 2024 Live)


মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্য পড়ছে মুর্শিদাবাদ, ভগবানগোলা, রানিনগর, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া ও করিমপুর, এই ৭টি বিধানসভা। 
মুর্শিদাবাদে ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন সিপিএমের প্রার্থী ও দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ আবু তাহের খান ও বিজেপির প্রার্থী মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। 


জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল খড়গ্রাম, নবগ্রাম, সাগরদিঘি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি ও লালগোলা। জঙ্গিপুর লোকসভাতেও লড়াই ত্রিমুখী। ময়দানে রয়েছেন তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ খলিলুর রহমান, কংগ্রেসের প্রার্থী লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি মোর্তাজা হোসেন এবং বিজেপির টিকিটে লড়ছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ। 


মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে ৭টি বিধানসভা। এগুলি হল হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতিপুর, রতুয়া, গাজোল, হবিবপুর এবং মালদা। 
মালদা উত্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মু, তৃণমূলের প্রার্থী প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের টিকিটে লড়ছেন মোস্তাক আলম। 


মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে রয়েছে ইংরেজবাজার, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর এবং মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ। মালদা দক্ষিণেও ত্রিমুখী লড়াই। এখানে বিজেপির প্রার্থী ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, কংগ্রেস দাঁড় করিয়েছে সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরীকে। তৃণমূলের নতুন মুখ শাহনওয়াজ আলি রায়হান। 


ভোট শুরু না হতেই হিংসার অভিযোগ মুর্শিদাবাদের ডোমকলে। ভয় দেখাতে রাতে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়িতে বোমাবাজি, গুলি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। (Murshidabad Voting Live Updates)


ডোমকলের কুপিলা এলাকায় ভয় দেখাতে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ৩ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম-কংগ্রেস জোটের লোকজনই অশান্তি পাকাচ্ছে, পাল্টা দাবি শাসকদলের। (Jangipur Voting Live Updates) ভোটবঙ্গে লাগাতার অশান্তি, বোমা-অস্ত্র উদ্ধার। তৃতীয় দফায় নিরাপত্তায় কড়াকড়ি। (Malda voting Live Updates)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.