Lok Sabha Election 2024 Phase 3 News Live : ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর, বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ
Lok Sabha Election 2024 Phase 3 Voting Live: দেশে মোট ৯৫টি লোকসভা কেন্দ্রে ভোট দেবে মানুষ । বাংলার ৪ আসন - মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট ।
ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর। সেখানে একজন বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।এর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের।
পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।
হবিবপুরে 'ভোট বয়কটের পরেও জোর করে ভোট' , বিডিও-র বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট দেওয়ানোর অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের।
খালি ওএমআর শিট, প্যানেলের বাইরে থেকে নিয়োগপত্র। প্রয়োজনে সিবিআই সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। সিবিআই তদন্ত চালালেও এখনই কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার বিজেপির হয়ে প্রচারে আসা সন্দেশখালির মহিলাদের উলুবেড়িয়ায় আটকে অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
আগামীকাল বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, সঙ্গে বৃ্ষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
মঙ্গলবার চাকরি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, 'এসএসসি যোগ্য-অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। পুরো প্যানেল বাতিল হলে, তার অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত। চিহ্নিত করতে পারলে যোগ্যদের চাকরি বহাল থাকবে। এখনই সবার চাকরি গেলে শিক্ষকের অভাবে ক্ষতিগ্রস্ত হবে নবম-দশমের পড়াশোনা।'
তৃতীয় সংস্থাকে ওএমআরের দায়িত্ব দেয় নাইসা। বিষয়টি জানতই না এসএসসি। তৃতীয় পক্ষ যুক্ত, জানতে না পারলে তো নিয়োগের পবিত্রতাই নষ্ট হয়, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য সুপ্রিম কোর্টের।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট এসএসসি চাকরি মামলায় যে রায় দিয়েছে তাতে যোগ্য ও অযোগ্য উভয়েরই আগামী ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকছে।
প্যানেলের মেয়াদ শেষের পরেও কেন অতিরিক্ত শূন্য পদ? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। সিবিআইয়ের হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে সওয়াল করে রাজ্য সরকার ও এসএসসির আইনজীবী। আগামী ১৬ জুলাই ফের এই মামলার শুনানি হবে।
আপাতত চাকরি যাচ্ছে না ২০১৬ সালে এসএসসির প্যানেলভুক্ত চাকরিহারাদের। পাশাপাশি এখনই সুদ সহ কাউকে বেতন ফেরত দিতে হবে না বলেও জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
আগামী ১৬ জুলাই এসএসসির চাকরি মামলার ফের শুনানি হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। চাকরিহারাদের সুদ সহ টাকা ফেরতের উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।
'৮ হাজার ৩২৪জনের নিয়োগ অবৈধ হলে পুরো প্যানেল বাতিল কেন?' মঙ্গলবার শুনানির সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরই পুরো নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ বলে কোর্টে দাবি করে বিকাশ ভট্টাচার্য। 'কারা যোগ্য, এসএসসি হলফনামা দিয়ে জানালে আপত্তি নেই' বলেও সওয়াল করেন তিনি।
মঙ্গলবার শুনানির পর কলকাতা হাইকোর্টের রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী জুলাই মাসে এই মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার পুরুলিয়ার পারায় নির্বাচনী জনসভা করতে গিয়ে চাকরি বাতিল নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, "চাকরি খেয়ে মিথ্যে কথা বলছেন প্রধানমন্ত্রী। মোদিবাবু গ্যাসবেলুন দিচ্ছে। আমার ১০ লক্ষ চাকরি রেডি আছে। কিন্তু, সিপিএম আর বিজেপি মামলা করে আটকে দিচ্ছে।"
প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য।
সিবিআইয়ের হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে সওয়াল রাজ্যের ।
অতিরিক্ত শূন্য পদ নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার।
অযোগ্যদের হয়ে সওয়াল করবে না, অবৈধ নিয়োগের দায় না নিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল এসএসসি। কেন রাজ্য অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিল? প্রশ্ন দেশের প্রধান বিচারপতির।
প্যানেলের মেয়াদ শেষের পরেও কেন অতিরিক্ত শূন্য পদ? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। সিবিআইয়ের হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে সওয়াল রাজ্যের।
১৯ হাজার নিয়োগ বৈধ, তালিকা আছে। চাকরি বাতিল মামলায় চাপে পড়ে প্রথমবার সুপ্রিম কোর্টে জানাল এসএসসি।
কংগ্রেসের প্রাক্তন জাতীয় জনসংযোগ আধিকারিক, রাধিকা খেরা দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন।
সকাল ১১টা পর্যন্ত সারা দেশে ভোট পড়ল ২৫.৪১ শতাংশ, কোন রাজ্যে কত?
অসম 27.34% বিহার 24.41% ছত্তিশগড় 29.90% দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ 24.69% গোয়া 30.94% মধ্যপ্রদেশ 30.21% মহারাষ্ট্র 18.18% উত্তরপ্রদেশ 26.12% পশ্চিমবঙ্গ 32.82%
ভোট দিলেন অখিলেশ। সঙ্গে স্ত্রী ডিম্পি যাদবও।
তৃতীয় দফায় ভোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি তাঁর পুরনো কেন্দ্র গুজরাতের গান্ধীনগর থেকেই লড়ছেন। এই দফায় লড়াইয়ে আছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিগ্বিজয় সিং ছাড়াও অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের মতো একাধিক উল্লেখযোগ্য প্রার্থী।
মালদা উত্তর: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৫%
মালদা দক্ষিণ: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৬%
মুর্শিদাবাদ: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৫%
জঙ্গিপুর: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৭%
ভোট শুরু হতেই মুর্শিদাবাদে 'সন্ত্রাস'
ডোমকল: কংগ্রেস কর্মীর বাড়িতে 'বোমা-গুলি'
হরিহরপাড়া: কংগ্রেস নেতার বাড়িতে 'বোমা'
রানিনগর: সিপিএম এজেন্টকে 'মার'
রানিনগর: ভয়ে কলাবাগানে সিপিএমের এজেন্ট
রানিনগর: 'ভুয়ো' এজেন্ট পাকড়াও
রানিনগর: কেন্দ্রীয় বাহিনীর সামনেই 'হামলা'
সুতি: তৃণমূল নেতা-বিজেপি প্রার্থীর ধাক্কাধাক্কি
খড়গ্রাম: বুথের ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত!
ইংরেজবাজার: বুথ থেকে বিজেপি এজেন্টকে বার করার অভিযোগ
তৃতীয় দফায় ভোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি তাঁর পুরনো কেন্দ্র গুজরাতের গান্ধীনগর থেকেই লড়ছেন। এই দফায় লড়াইয়ে আছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিগ্বিজয় সিং ছাড়াও অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের মতো একাধিক উল্লেখযোগ্য প্রার্থী।
ভোট দিলেন শিবরাজ সিংহ চৌহানের ছেলে। কার্তিকে চৌহান বলেন, "আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন। সংবিধান আপনাকে ৫ বছরের জন্য আপনার সরকার নির্বাচন করার অধিকার দেয়। আপনি নিজের জন্য, আপনার দেশের জন্য এই কাজ করছেন..."
ভোট দিয়ে খোশ মেজাজে মোদি, শিশুর সঙ্গে মাতলেন খেলায়
আমদাবাদে ভোট দিতে পৌঁছলেন মোদি।
মহারাষ্ট্রে ভোট হবে বারামতী, রায়গাদ, ওমানাবাদ, লাতুর, সোলাপুর, মাধা, সাংগিল, সাতারা, রত্নগিরি-সিন্ধদুর্গ, কোলাপুর, হাতেকানাগালে। উত্তরপ্রদেশের সাম্বাল, থাতেরাস, আগ্রা (এসসি), ফতেপুর সিক্রি, ফিরোজাবাদ, মৈনপুরী, এটোয়া, বদয়ুন, ওনলা, বারেলি। দাদার এবং নগর হাভেলি/দমন ও দিউয়ের দুটি আসন। আর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে।
'বাংলায় ৩০-এর বেশি আসনে জিতবে বিজেপি। সংখ্যাটা ৩৫-ও হতে পারে'। কৃষ্ণনগরে এসে ফের দাবি করলে অমিত শাহ। অন্যদিকে দিল্লিতে বদল আনার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে চারটি লোকসভা কেন্দ্রে মোট স্পর্শকাতর বুথ ২৮৩০টি। সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা ১৮৫১টি। এর মধ্যে ৭৬২টি বুথ স্পর্শকাতর। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৩৮টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৭১৫টি। মালদা দক্ষিণে মোট বুথ ১৭৪৬টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৭০২টি। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ১৮২৫টি বুথের মধ্যে ৬৫১টি স্পর্শকাতর।
পশ্চিমবঙ্গে ভোটের আগের রাতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলের কুপিলা গ্রামে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ৩ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভয় দেখাতে হামলা, দাবি কংগ্রেসের। বাম-কংগ্রেস জোটের লোকজনই অশান্তি পাকাচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের।
মহারাষ্ট্রে চলছে মক-পোল। সেখানে আজ ১১ টি কেন্দ্রে ভোট গ্রহণ
১১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৯২ টি নির্বাচনী কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগে ভোটকেন্দ্রে প্রস্তুতি চলছে।
আজ তৃতীয় দফায় বাংলার চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
এই দফায় ভোট হচ্ছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। তৃতীয় দফায় মোতায়েন থাকছে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৩৩১ কোম্পানি QRT।
এর মধ্যে মুর্শিদাবাদে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১১৩ কোম্পানি QRT।
মালদায় ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৪৩ কোম্পানি QRT।
জঙ্গিপুরে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৩ কোম্পানি QRT।
প্রেক্ষাপট
মঙ্গলবার দেশজুড়ে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এদিন এ রাজ্যের চার কেন্দ্রে ভোট গ্রহণ। আর সেই সঙ্গে ভোট আরও ১২ রাজ্যে, কেন্দ্রশাসিত অঞ্চলে । এদিন ভাগ্য নির্ধারণ হবে অনেক হেভিওয়েটদেরও। মোট ৯৫টি লোকসভা কেন্দ্রে ভোট দেবে মানুষ । বাংলার ৪ আসন - মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট । দেশ জুড়ে ৯৩টি আসনে ভোট ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -